উপরের নির্দেশে জাপার আলোচনা সভা বাতিলের অভিযোগ
১ জানুয়ারি ২০২৫ ১০:৫৭ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১৬:১৬
ঢাকা: জাতীয় পার্টির (জাপা) ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠেয় আলোচনা সভা উপরের নির্দেশে বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
জানা গেছে, বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভাটি হওয়ার কথা থাকলেও দলটি কাকরাইলে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। এরপর তারা একটি র্যালি বের করে জাতীয় প্রেস ক্লাবের সামনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে কেন আলোচনা সভা বাতিল করা হয়েছে সে সম্পর্কে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, পুলিশের ঊর্ধ্বতন অফিসাররা জানিয়েছেন, উপরের নির্দেশে আলোচনা সভা অনুমতি বাতিল করা হয়েছে। এ জন্য জাতীয় পার্টির কাকরাইলে দলীয় কার্যালয় সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে একটি র্যালি বের করা হবে। র্যালিটি বিজয়নগর দিয়ে পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেস ক্লাবে শেষ হবে।
জাতীয় পার্টি গত সরকারের সময় জাতীয় সংসদে দুই দলের ভূমিকা পালন করেছে। বর্তমানে দলটি বৈষম্যবিরোধী ছাত্র জনতার চোখে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে চিহ্নিত। গত বছর দলটির কাকরাইল অফিসে বৈষম্যবিরোধী ছাত্র জনতা হামলা এবং পার্টি অফিসে অগ্নিসংযোগ করে। জাপার চেয়ারম্যানসহ একাধিক প্রেসিডিয়াম সদস্যের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতার শুরুতেই দেশবাসীকে কথা দিয়েছিল রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি গণতান্ত্রিক পন্থায় পালন করতে পারবে। বর্তমান পরিস্থিতিতে তার সেই কথা অনুপস্থিত।’
তিনি সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে গণতান্ত্রিক পন্থায় সকল রাজনৈতিক দলকে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
১৯৯০ সালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের পতন হওয়ার পর থেকে দলটি অনেক চড়াই উতরাই পার হয়ে ১৯৯৬ সালে আওয়ামী সরকারের সঙ্গে যুক্ত হয়। ২০০১ সালে আওয়ামী সরকারকে সরকার গঠনে সহায়তা করে জাতীয় পার্টির বেশ কয়েকজন মন্ত্রীসভার সদস্য হন। ২০২৪ সালে নির্বাচনে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসাবে দায়িত্ব পালন করেন।
সারাবাংলা/এএইচএইচ/এসডব্লিউ