সিডনি টেস্টের পরেই অবসরে যাচ্ছেন রোহিত?
১ জানুয়ারি ২০২৫ ১০:৪৩ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১০:৪৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের হতাশা ভুলে পার্থের সেই ম্যাচে জয় দিয়েই সিরিজ শুরু করেছিল ভারত। দ্বিতীয় টেস্টে অধিনায়ক হিসেবে একাদশে ফিরেছেন রোহিত শর্মা। রোহিতের ফেরার পরেই ভারত ফিরেছে আগের রূপে। ৪ টেস্ট শেষে ভারত এখন সিরিজে পিছিয়ে আছে ২-১ ব্যবধানে। সিডনিতে সিরিজের শেষ টেস্টে মাঠে নামার আগে গুঞ্জন উঠেছে, এই ম্যাচের পরেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন রোহিত!
বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকেই ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না রোহিতের। ওই সিরিজে রোহিতের ব্যাট থেকে এসেছিল ৪২ রান। কিউইদের বিপক্ষে সিরিজে তিনি করেছিলেন ৯১ রান। অজিদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ৫ ইনিংসে রোহিত করেছেন মাত্র ৩১ রান। সব মিলিয়ে শেষ ১৫ ইনিংসে রোহিত করেছেন ১৬৪ রান, গড় ১১ এরও নিচে!
একের পর এক ম্যাচে রোহিতের এমন ব্যর্থতা অনুমেয়ভাবেই জন্ম দিয়েছে নানা সমালোচনার। ধারাভাষ্যকার থেকে শুরু করে সাবেক ক্রিকেটার, বেশিরভাগের মুখেই এখন রোহিতের অবসরের কথাই শোনা যাচ্ছে। মেলবোর্নে হারের পর রোহিত নিজেই জানিয়েছে, নিজের ব্যাটিং ও দলের পারফরম্যান্স নিয়ে চরম হতাশ তিনি।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সিডনি টেস্টের পরেই টেস্টকে বিদায় বলতে পারেন রোহিত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যদি ভারত উঠতে না পারে, তাহলে সাদা পোশাকে আর দেখা যাবে না রোহিতকে। রোহিতের সাথে এই ব্যাপারে আলোচনায় বসবেন কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক অজিত আগারকার। সিরিজ শেষের এই আলোচনা শেষেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
অবসর যদি নাও নেন রোহিত, তাহলে অধিনায়কত্ব ছাড়তে পারেন তিনি। সেক্ষেত্রে ভারতের নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন পার্থে দলকে নেতৃত্ব দেওয়া জাসপ্রীত বুমরাহ।
সারাবাংলা/এফএম