পুলিশি পাহারায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন
১ জানুয়ারি ২০২৫ ০৯:৫৪ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১৬:১৫
ঢাকা: ইংরেজি নববর্ষের প্রথম দিনেই পড়েছে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। পুলিশি পাহারায় দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বুধবার (১ জানুয়ারি) কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এছাড়া জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘নতুন বছরে দলকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি সারাদেশে সফর করবে।’
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বর্তমান তত্ত্ববোধক সরকার শুরুতেই কথা দিয়েছিলেন সকল রাজনৈতিক দলকে গণতান্ত্রিক পন্থায় তাদের কার্যক্রম করার সুযোগ দিবেন। বাস্তবে তা হয়নি। অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাই বর্তমান সরকারের কাছে অনুরোধ, এমন কিছু পদক্ষেপ নিবেন যাতে দেশের সকল রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারে, জনগণের পক্ষে কথা বলতে পারে।’
মুজিবুল হক চুন্নু আরো বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। গণতন্ত্রে বিশ্বাসী। আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইনফিল্ড এবং নির্বাচনের পরিবেশ সমতা সৃষ্টি করতে হবে। সকল দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। জনগণ ভোটের মাধ্যমে যেকোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে।’
বর্তমান সরকারের কাছে জাতীয় পার্টির চেয়ারম্যানসহ নেতা কর্মীদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করার জন্য দাবি জানান তিনি।
অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নাজমা আক্তার, চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর নুরুল আজহার শামীম, উপদেষ্টা হারুন আর রশিদ, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।
সারাবাংলা/এএইচএইচ/এসডব্লিউ