Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮০৯ কোটি জনসংখ্যা নিয়ে শুরু নতুন বছর

আন্তর্জাতিক ডেস্ক
১ জানুয়ারি ২০২৫ ০৯:০৯ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১১:৫৯

২০২৫ সালে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি

এসেছে নতুন বছর। বেড়েছে জনসংখ্যা। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের শেষ দিন পর্যন্ত বিশ্বে প্রায় ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে। ফলে বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের শুরুতেই বিশ্বের জনসংখ্যা হবে প্রায় ৮০৯ কোটি।

সংস্থাটি জানিয়েছে, গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। দেশটির আনুমানিক জনসংখ্যা প্রায় ১৪১ কোটি। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো বলছে, ১ জানুয়ারি বিশ্বের আনুমানিক জনসংখ্যা হবে ৮০৯ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৫১১ যা গত বছরের তুলনায় ০ দশমিক ৮৯ শতাংশ বেশি।

বিজ্ঞাপন

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে। ২০২৪ সালের তুলনায় ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ছিল। ওই বছর সাড়ে সাত কোটি শিশু জন্মগ্রহণ করেছিল। প্রতিবছর বছরের শেষে বিশ্বের জনসংখ্যা পুনর্মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো অনুসারে, নতুন বছরের প্রথম মাসে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১ জনের মৃত্যু হতে পারে। এছাড়া প্রতি ২৩ সেকেন্ডে একজন অভিবাসী যুক্তরাষ্ট্রের নাগরিক হবেন।

সারাবাংলা/এসডব্লিউ

জনসংখ্যা বিশ্ব যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর