Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২০২৪ থেকে শিক্ষা নিয়ে জনপ্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে হবে’

স্পেশাল করেসপডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ২২:৫৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ২২:৫৭

দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিস

ঢাকা: ২০২৪ সালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে জনপ্রত্যাশার নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছরে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন না পাওয়ার ধারাবাহিকতায় বিদায়ী বছরের ৭ জানুয়ারি দেশের মানুষ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ হতে দেখেছে। দলবাজ, দুর্নীতিবাজ আমলা ও রাজনীতিবিদদের কারণে দেশে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে। জনরোষের ভয়ে প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়েছে। প্রধান বিচারপতি ও জাতীয় মসজিদের খতিবকে পালিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে হয়েছে।’

দুর্নীতিবাজ ও দলবাজ আমলা এবং রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘২০২৪ সালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে জনপ্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে হবে।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কে এম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুনুর রশীদ, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা এবিএম জাকারিয়া, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, মাওলানা মুহাম্মাদ খলিলুর রহমান, জি এম রুহুল আমিন, মাওলানা নুরুল ইসলাম আলামীন, শহিদুল ইসলাম কবির প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এইচআই

অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ইসলামী আন্দোলন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর