রাঙ্গামাটিতে সুস্থ হয়ে বনে ফিরল বুনো হাতি
৩১ ডিসেম্বর ২০২৪ ২২:১৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ২২:২৩
রাঙ্গামাটি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় মানুষের ভালোবাসা ও বন বিভাগের তড়িৎ পদক্ষেপের কারণে তিন দিনেই সুস্থ হয়ে ওঠেছে একটি এশিয়ান বন্য হাতি। শরীরের একাধিক ক্ষত নিয়ে থাকা অসুস্থ হাতিটি চিকিৎসার পর পুনরায় বনে ফিরে গেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম ভেটোনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিকেল অ্যান্ড সার্জারি বিভাগের একদল চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা শুরু করে। জঙ্গল থাকা হাতিকে চেতনাশক ইনজেকশন দিয়ে অজ্ঞান করে চিকিৎসা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙ্গামাটির লংগদু উপজেলার প্রত্যন্ত জনপদ রাঙিপাড়ার সংরক্ষিত বনে রোববার (২৯ ডিসেম্বর) দেখা মিলে অসুস্থ পুরুষ বন্য হাতির। হাতিটির শরীরের একাধিক স্থানে আঘাত পাওয়ায় চলাফেরা সীমিত হয়ে পরে। হাতিটির যাতে কেউ ক্ষতি করতে না পারে সেজন্য কাজ শুরু করে অ্যালিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি)। টিমের সদস্যরা হাতির সুরক্ষায় সার্বক্ষণিক পাহারা ব্যবস্থা করে।
এদিকে, অসুস্থ হাতি সুস্থ করার পাশাপাশি পাবলাখালী রেঞ্জে থাকা প্রতিটি হাতির সার্বিক সুরক্ষায় কাজ করছে বন বিভাগ। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে গড়ে তোলা হয়েছে অ্যালিফ্যান্ট রেসপন্স টিম। বন বিভাগের নির্দেশনায় কাজ করে টিমের সদস্যরা।
অ্যালিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য জয়নাল জানান, স্থানীয়ভাবে আমরা রোববার জানতে পারি একটি বন্য হাতি অসুস্থ হয়েছে। পরে বিষয়টি বন বিভাগকে জানাই।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার বলেন, ‘অ্যালিফ্যান্ট রেসপন্স টিমের মাধ্যমে আমরা বন্য হাতির অসুস্থতার খবর জানতে পারছি। পরবর্তীতে চিকিৎসকরা আসেন হাতিটিকে চিকিৎসা দিতে। আপাতত বন্য হাতিটি শঙ্কামুক্ত।’
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) উপ-বন সংরক্ষক মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘গত রোববার লংগদু উপজেলার রাঙিপাড়ায় একটি বন্য হাতির অসুস্থতার খবর পাই আমরা। এ নিয়ে আমরা সিভাসু ও ডুলাহাজারা সাফারি পার্কের সহায়তা চেয়েছি। আজ মেডিকেল টিম গিয়ে হাতিটিকে চিকিৎসা দিয়েছে। হাতিটিকে সুস্থ করে তোলা হয়েছে।’
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন পাবলাখালী রেঞ্জে ১৩টি বন্য হাতি রয়েছে।
সারাবাংলা/এইচআই