Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবার আগে নতুন বছরকে বরণ করল নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪ ২১:৫৬ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১৬:১৪

নিউজিল্যান্ডে নতুন বছর বরণ শুরু। ছবি: সংগৃহীত

নতুন বছরকে বরণ করতে উদযাপন শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের অকল্যান্ড হারবার ব্রিজ এবং স্কাই টাওয়ারে যথাক্রমে অত্যাশ্চর্য লাইট শো ও আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে ‘হ্যাপি নিউ ইয়ার’ বরণ করা হয়। এই আয়োজন উপভোগ করতে একত্রিত হয়েছেন হাজার হাজার মানুষ।

স্থানীয় সময় ১ জানুয়ারি রাত ১২টায় নিউজিল্যান্ডে নতুন বছর বরণ শুরু হয়। টানা ৫ মিনিট আতশবাজি প্রদর্শনের মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানানো হয়।

বিজ্ঞাপন

পাশাপাশি দেশ হওয়ায় একই সময়ে অস্ট্রেলিয়ায় খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হয়। দেশটির তথা ওশেনিয়া মহাদেশের বৃহত্তম ও জনবহুল শহর সিডনির বাসিন্দারা সাদরে বরণ করে নেয় ইংরেজি নববর্ষকে।

সারাবাংলা/এইচআই

২০২৫ নতুন বছর নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া বর্ষবরণ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর