Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছ সুরক্ষায় আসছে নতুন আইন
‘পেরেক ঠুকে বিজ্ঞাপনের বিরুদ্ধে থাকবে বিশেষ বিধান’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ২১:৪৯ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১৬:১৪

আবাহনী মাঠের দক্ষিণ গেটসংলগ্ন রাস্তায় গাছের পেরেক অপসারণ কার্যক্রম উদ্বোধন

ঢাকা: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাছ সুরক্ষায় নতুন আইন তৈরি করা হচ্ছে। এই আইনে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়ার বিরুদ্ধে বিশেষ বিধান রাখা হবে। গাছে পেরেক ঠোকা বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে আরো বলেন, আইন কার্যকর হলে কেউ এ কাজ করলে শাস্তির মুখোমুখি হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর আবাহনী মাঠের দক্ষিণ গেটসংলগ্ন রাস্তায় গাছের পেরেক অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘গাছ পরিবেশের অক্সিজেন সরবরাহ করে। গাছে পেরেক ঠুকলে তা গাছের বৃদ্ধি ব্যাহত করে এবং ধীরে ধীরে গাছ মারা যায়। এটি পরিবেশের জন্য ক্ষতিকর।’

এ সময় তিনি থার্টি ফার্স্ট নাইটে শব্দ ও বায়ুদূষণ সৃষ্টি করে এমন আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানান। জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের সুরক্ষায় পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

আরেক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা মোবাইল কোর্ট পরিচালনার ওরিয়েন্টেশন কর্মশালায় অংশ নেন। এ সময় তিনি বায়ুদূষণ রোধে অভিযানে অংশগ্রহণকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

অনুষ্ঠানগুলোতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (অ.দা.) ড ফাহমিদা খানম, প্রধান বনসংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক, বিআরটিএ, পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদফতরের মোট ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদফতরের পরিচালক, প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

গাছ সুরক্ষায় নতুন আইন টপ নিউজ পেরেক বিশেষ ব্যবস্থা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর