Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফ্যাসিস্টদের মদদপুষ্ট ডাক্তাররা এখনও বহাল তবিয়তে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ২১:০২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৫

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলকর্মী সেলিমকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

ঢাকা: বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, চিকিৎসা কাজে বাধা দেওয়া ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট ডাক্তাররা এখনও বহাল তবিয়তে তাদের স্ব স্ব জায়গায় কাজ করে যাচ্ছেন। তাদের অনেকেই অন্য এক গোষ্ঠীর সহায়তায় পদোন্নতি এবং চাহিদা মতো পোস্টিং করিয়ে নিচ্ছেন। ঐ সকল চিকিৎসককে জবাবদিহিতার আওতায় আনা হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলকর্মী সেলিমকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে আহত হন শেরপুরের সেলিম।

বিজ্ঞাপন

আহত সেলিম বলেন, ‘‘গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে আমাকে চিকিৎসা না দিয়ে হয়রানি করে বের করে দেওয়া হয়।’’

উন্নত চিকিৎসার জন্য আহত সেলিমের ময়ের হাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেন ডা. রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ড্যাব ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ডা. মো. বদর উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ডা. নাসিম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সহ-সভাপতি ডা. আউয়াল, স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান, ছাত্রদলের সাবেক স্বাস্থ্য সম্পাদক ডা. এরশাদ মিয়া, প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মমি আনসারি প্রমুখ।

সারাবাংলা/এজেড/আরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর