Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক নেই : মির্জা আব্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ২০:৪৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস – (ফাইল ছবি)

ঢাকা: বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

এর আগে, কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে ছাত্রনেতারা বলেন- ‘‘পতিত আওয়ামী স্বৈরশাসকগোষ্ঠীর বিচার শেষ না হওয়া পর্যন্ত এবং সংস্কার শেষ হওয়ার আগে নির্বাচন নয়।’’

এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, ‘‘বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে। এটি একটি চলমান প্রক্রিয়া। ইতিহাসে দেখা গেছে কোনো কোনো মামলা ৫ থেকে ২০ বছর পর্যন্ত চলমান থাকে। বর্তমান অন্তবর্তী সরকারের দায়িত্ব প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া।’’

তিনি বলেন, ‘‘প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস স্পষ্ট ঘোষণা দিয়েছেন- আগামী বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এরপর নির্বাচন নিয়ে আর কারও কথা বলার সুযোগ আছে বলে মনে করি না। এ বিষয়টি নিয়ে ছাত্ররা যেভাবে কথা বলছে, এটা আমরা আশা করি না। এ ধরনের কথা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপপ্রয়াস। আমরা মনে করি এ ধরনের কথা বলে স্বৈরাচাররা। মনে হচ্ছে তাদের কাঁধে স্বৈরাচারের ভূত ভর করেছে।’’

সারাবাংলা/এজেড/আরএস

মির্জা আব্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর