Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো বিপ্লবীর গায়ে হাত পড়লে সরকারকে দায় নিতে হবে: হাসনাত

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৭ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ২২:০০

মঙ্গলবার ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে বক্তব্য রাখেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সারাবাংলা

ঢাকা: ছাত্র-জনতার গণআন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন, তাদের কারও কিছু হলে অন্তর্বর্তীকালীন সরকারকেই দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘আমরা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, সারা দেশের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে। কোনো বিপ্লবীর গায়ে যদি হাত পড়ে, সরকারকে এর দায় নিতে হবে।’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশ থেকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

হাসনাত বলেন, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়নি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার করতে পারিনি। গত ১৬ বছর আওয়ামী লীগ যে নির্যাতন-নিপীড়ন, গুম-খুন করেছে, সেগুলোর বিচার করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হতে থাকব।

সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা গত ৩ আগস্ট এই শহিদ মিনার থেকে এক দফা ঘোষণা দিয়েছিলাম। এই অভ্যুত্থান অনেকেই মেনে নিতে পারেনি। এ জন্যই পুলিশ, সচিবালয়ে অনেকেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনাদের বলি আপনারা রিয়েলিটি মেনে নেন। খুনি হাসিনার এই দেশে পুনর্বাসন হবে না। আমরা তাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা আরও বলেন, জুলাই ঘোষণাপত্র জারি হওয়ার আগ পর্যন্ত আপনারা পাড়া-মহল্লায় মানুষের কাছে যাবেন। তারা কী বলতে চায় সেসব কথা নিয়ে আসবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ১৫ জানুয়ারিতে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে।

বিজ্ঞাপন

বক্তব্য শেষে হাসনাত ‘এই মুহূর্তে দরকার, বিচার আর সংস্কার’ স্লোগান দিতে থাকেন।

সারাবাংলা/জিএস/টিআর

জুলাই ঘোষণাপত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাসনাত আব্দুল্লাহ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর