Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন পেশ
‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার প্রমাণ মেলেনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:৩০ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৯

গত বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে – (ফাইল ছবি, সারাবাংলা)

ঢাকা : বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে সচিবালয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।

কমিটির প্রাথমিক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ড. মাকসুদ হেলালী এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তার সঙ্গে প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে প্রায় এক ঘণ্টা বিস্তারিত আলোচনাও হয়েছে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে নিয়ে ভবিষ্যত করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সারাবাংলা/জিএস/আরএস

সচিবালয়ে অগ্নিকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর