Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমলাপুর স্টেশনের ডিসপ্লেতে অশ্লীল ছবি, তদন্ত কমিটি গঠন

স্পেশাল করেসপডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৭

কমলাপুর রেলওয়ে স্টেশন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনীর জন্য স্থাপিত ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি প্রদর্শিত হওয়ায় আইনি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সাময়িক বরখাস্ত করা হয়েছেন, ডিসপ্লে বোর্ড পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা সহজ ডট কমের মাহফুজুর রহমান নয়ন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন— ডিভিশনাল কমার্শিয়াল অফিসার-ঢাকা, ডিভিশনাল সিগনাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার-ঢাকা এবং ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার-ঢাকা। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দিবাগত রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনের জন্য স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি ভেসে উঠে। এতে স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে এলে তারা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়।

সারাবাংলা/জেআর/ এইচআই

কমলাপুর রেল স্টেশন স্টেশনের ডিসপ্লেতে অশ্লীল ছবি

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর