চট্টগ্রামে শেখ হাসিনাকে জুতা নিক্ষেপ কর্মসূচি
৩১ ডিসেম্বর ২০২৪ ১৮:৩২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ২০:৪৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৩১ ডিসেম্বর) বিকেলে নগরীর জিইসি মোড়ে আখতারুজ্জামান ফ্লাইওভারের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানিয়ে এ কর্মসূচি পালন করা হয়। ‘এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বিক্ষোভকারীদের ‘খুনি হাসিনার দুই গালে/ জুতা মারো তালে তালে, পালায়সে রে পালায়সে/ খুনি হাসিনা পালায়সে, আপোস না সংগ্রাম/সংগ্রাম, সংগ্রাম- সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানের একপর্যায়ে বিক্ষোভকারীরা শেখ হাসিনার ছবিতে জুতার মালা পরিয়ে দেন।
আয়োজকেরা জানান, জুলাই বিপ্লবে শেখ হাসিনার নির্দেশে যে হামলা হয়েছে সেখানে অনেক ছাত্র-জনতার মৃত্যু হয়েছে। এ জন্য সাধারণ মানুষের একটি ক্ষোভ আছে। এ ক্ষোভ প্রকাশ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিগত ১৫ বছরের সব অপকর্মের জন্য শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করার দাবিও জানান তারা।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের আশ্রয়ে এখনও পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যাসহ এখন পর্যন্ত তার বিরুদ্ধে সারাদেশে ২০০ এর বেশি মামলা হয়েছে।
সারাবাংলা/আইসি/ইআ