ঢামেক হাসপাতাল থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার
৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:৫২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪০
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পৃথক জায়গা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মেয়ে নবজাতক দুটির বয়স হবে আনুমানিক একদিন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালের নতুন ভবনের পাশ থেকে ও বিকেল সাড়ে ৩টার দিকে জরুরি বিভাগের টয়লেটেরর পাশ থেকে নবজাতক মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে ঢাকা মেডিকেলের নতুন ভবনের পাশে পলিথিনে মোড়ানো এক মেয়ে নবজাতকের মরদেহ পাওয়া গেছে। এছাড়া বিকেল জরুরি বিভাগের টয়লেটের পাশ থেকে আরও একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। যাদের বয়স হবে আনুমানিক একদিন।
তিনি আরও জানান, কে বা কারা মৃত অবস্থায় নবজাতকের মরদেহ দুটি ফেলে গেছে সে বিষয়টি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।
সারাবাংলা/এসএসআর/ইআ