Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ জানুয়ারি বন্ধ হচ্ছে মেডিকেল ভর্তি কোচিং

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৭ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪০

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা সামনে রেখে বুধবার (১ জানুয়ারি) থেকে বন্ধ হচ্ছে সব ধরনের কোচিং সেন্টার।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য ও শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে জানানো হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ জানুয়ারি, শুক্রবার সকাল ১০ টায় ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য বাংলাদেশের ১৯টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে গ্রহণের ব্যাপারে সরকারের উর্ধ্বতন নীতিনির্ধারণী মহল সজাগ রয়েছেন।

অফিস আদেশে জানানো হয়, সরকারের সকল সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসাবে এবং সর্বোচ্চ স্বাচ্ছতা, সতর্কতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সকল পর্যায়ে ব্যক্তি/প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত কোচিং সেন্টারসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে অফিস আদেশে জানানো হয়, এ জন্য আইন প্রয়োগকারী সংস্থা সর্বদা সজাগ রয়েছে। সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ জানান হলো।

এর আগে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, ‘ভর্তি পরীক্ষা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের কমিটিতে সিদ্ধান্ত হয়েছিল ১ জানুয়ারি থেকে কোচিং সেন্টারগুলোর অনলাইন-অফলাইন সকল কার্যক্রম বন্ধ থাকবে। আজকের মধ্যে নোটিসের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। এবার এমবিবিএস ভর্তির জন্য এবার আবেদন করেছেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী।

সরকারি ৩৭টি মেডিকেল কলেজে এবার কোটাসহ মোট ৫ হাজার ৩৮০টি আসন রয়েছে। এ হিসেবে একটি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেবেন ২৫ দশমিক ১৪ পরীক্ষার্থী।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে ১ লাখ ৪ হাজার ৪৪ শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। ওই বছর আসনপ্রতি ১৯ দশমিক ৩৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে হিসাবে এ বছর আসনপ্রতি ছয়জন প্রতিদ্বন্দ্বী বেড়েছে।

এর আগে ৮ ডিসেম্বর এমবিবিএস ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। অনলাইনে আবেদন চলে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৩ সাল অথবা ২০২৪ সালে এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের পূর্বে এসএসসি, ও লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

প্রার্থীকে এসএসসি, ও লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। এসএসসি, ও লেভেল বা সমমান এবং এইচএসসি, এ লেভেল বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।

উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি, ও লেভেল বা সমমান এবং এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

বিজ্ঞাপন

সকলের জন্যে এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (বায়োলজি) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

প্রসঙ্গত, দেশে মেডিকেল কলেজ ১১০টি। সরকারি ছাড়াও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। ভালো কলেজে ভর্তি হন তালিকার ওপরে থাকা শিক্ষার্থীরা।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ আগেই প্রকাশ করেছে। এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দুই ভাবে নম্বর কাটার কথা বলা হয়েছে। এবারও পাস নম্বর ৪০। এ ছাড়া বিএমডিসি কর্তৃক প্রণীত নীতিমালার আলোকে নানা শর্তের কথাও উল্লেখ করা হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট নম্বর ১০০।

সারাবাংলা/এসবি/এমপি

এমবিবিএস ভর্তি পরীক্ষা কোচিং সেন্টার বন্ধের ঘোষণা শিক্ষা অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর