Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের হুংকারের প্রতিউত্তর দিচ্ছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:২৫ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪০

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো: ভারতীয় সংবাদ মাধ্যমের হুংকারের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিউত্তর দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘তারা যে ধরনের হুংকার দিচ্ছে, আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি।’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ভারতীয় সীমান্তে বিজিবিকে পিঠ না দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘বিজিবিকে অর্ডার করা হয়েছে- তারা যেন কোনো সময়, কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটাই যেন দেখায়। সাংবাদিকদের একটা অনুরোধ করব…ওদের মিডিয়া কিন্তু প্রচুর মিথ্যা কথা বলছে, ওটার প্রতি উত্তর আপনারা দিতে পারেন এবং সত্যি ঘটনা প্রকাশ করে আপনারা দিচ্ছেন। আপনাদের আরও সোচ্চার হতে হবে।’

সিলেট সীমান্তে ঘটা দুই হত্যাকে স্থানীয়দের অন্তর্কোন্দল জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লাস্ট যে দুটি হত্যা হয়েছে, সেটা বিএসএফের মাধ্যমে না- লোকালদের মাধ্যমে। এপারেও খাসিয়া আছে, ওপারেও খাসিয়া আছে; খাসিয়ারা অনেক সময় এপার থেকে ওপারে ক্রস করে যায়। নিজেদের মধ্যে শত্রুতা আছে, সেটা অনেক সময় তারা উদ্ধার করে।’

মায়ানমার সীমান্ত সম্পূর্ণ বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে- জানিয়ে তিনি আরও বলেন, ‘সোমবার আমি বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকসহ মায়ানমার সীমান্ত ভিজিট করে আসছি। সেখানে কোনো উত্তেজনা নেই। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। আপনারা জানেন আরাকান আর্মি ও মিয়ানমার আর্মির যুদ্ধে আরাকান আর্মি আমাদের অপজিটের যে জায়গাগুলি দখল করে নিয়েছে। এখন আমাদের সমস্যা হচ্ছে- আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে।’

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ধরেন, একটা পতাকা বৈঠক যদি করতে হয়- তাহলে মিয়ানমার সরকারের সঙ্গে পতাকা বৈঠকের কোনো জায়গা নাই। যেহেতু তারা এপারে আসতে পারে না। আরাকান আর্মির সঙ্গে আমাদের যোগাযোগ আছে, বাট ওই ধরনের বৈঠক করা তো ডিফিকাল্ট।’

মিয়ানমার সীমান্তে নৌ নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম বলেন, ‘আপনারা জানেন আমাদের সেন্টমার্টিন যেতে হলে নাফ নদী আমাদের দরকার পড়ে। বিজিবি কোস্ট গার্ডদের যেতে তারা বাধা দেয় না। কিন্তু অনেক সময় বড় বড় জাহাজগুলোকে তারা বাধা দেয়। এটা নিয়ে তাদের সঙ্গে আমাদের নেগোসিয়েশন চলছে। অচিরেই এ সমস্যা সমাধান হয়ে যাবে।’

এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর