Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নানা ঘটনা দুর্ঘটনার সাক্ষী হয়ে বছরটি বিদায় নিল’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১৬:২৬ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৮:০১

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময়ের সঙ্গে আরও একটি বছর পেরিয়ে গেল। নানা ঘটনা দুর্ঘটনার সাক্ষী হয়ে বছরটি বিদায় নিল। অতীতের সফলতা ও ব্যর্থতার ওপর দাঁড়িয়ে ভবিষ্যত নির্মাণের জন্য এখন দৃপ্তপায়ে এগিয়ে যেতে হবে।

খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘একটি আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণই আমাদের অভিষ্ট্য লক্ষ্য হবে। নতুন বছর অর্জন আর প্রাচুর্যে, সৃষ্টি আর কল্যাণে সমৃদ্ধ হোক। নববর্ষের মূল সুর হল নতুনের আগমণ। নতুন জীবন নতুন আশায় মানুষের মনকে ভরিয়ে রাখে। মানুষকে সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখায়।’’

তিনি বলেন, ‘‘আমাদেরকে হয়তো আরও কষ্টকর পথ অতিক্রম করতে হবে। প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। রাষ্ট্র ও সমাজে গণতন্ত্রের চর্চা এবং বিকাশ সাধনে আমাদেরকে আরও বেশি তৎপর হতে হবে। জনগণের প্রত্যাশা পূরনে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।’’

সারাবাংলা/এজেড/ইআ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর