সচিবালয়ে আগুন
প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত, সন্ধ্যায় হস্তান্তর
৩১ ডিসেম্বর ২০২৪ ১৬:১০ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:১৫
ঢাকা: সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রস্তুত বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব নাসিমুল গনি জানিয়েছেন, সামান্য একটু কাজ বাকি। এ ছাড়া প্রাথমিক পূর্নাঙ্গ প্রতিবেদন প্রস্তুত। সন্ধ্যা ছয়টার দিকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।
বুধবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা মোটামুটি রিপোর্টগুলো পেয়েছি। এটার সামান্য একটা বিষয় বাকি আছে। সন্ধ্যা ছয়টার মধ্যে প্রতিবেদন জমা দেব। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সবাইকে একবার বসতে হবে। তবে প্রতিবেদনে কি পাওয়া গেছে তা এখন বলা যাবে না। এটা একটা প্রেসিং বিষয়। দ্রুত শেষ করার চাপ ছিল। আমরা শেষ করতে পেরেছি। প্রাথমিক তদন্তের জন্য যতটুকু সময় দরকার তা ছিল।’
তিনি আরও বলেন, ‘যেসকল আলামত পরীক্ষার জন্য দেশের বাইরে পাঠানো হবে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আজও সংগ্রহ করা হয়েছে।’
নাসিমুল গনি বলেন, ‘পূর্নাঙ্গ তদন্ত এবং সঠিক ঘটনা যেন উদঘাটন হয়, সেজন্যই আমরা পরীক্ষার জন্য দেশের বাইরে নমুনাগুলো পাঠাচ্ছি। দেশের বাইরে আলামত ডিএইচএলে পাঠানো হতে পারে। ওদের সঙ্গে যোগাযোগ থাকবে। ভবন ব্যবহার করতে পারবে কী না সে বিষয়ে গণপূর্তকে নির্দেশনা দেওয়া হয়েছে। সব মিলিয়ে তিন মাসের মতো সময় লাগবে।’
গত বুধবার দিবাগত রাতে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভবনটির চারটি ফ্লোর পুড়ে ছাঁই হয়ে গেছে। সেখানে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান, সড়ক ও যোগাযোগ, ডাক ও টেলিযোগাযোগ ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি বিভাগ দাফতরিক কাজ করত।
সারাবাংলা/জেআর/এইচআই