টেস্ট চ্যাম্পিয়নশিপ
ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলংকা-ফাইনালে ওঠার সমীকরণে কে কোথায়
৩১ ডিসেম্বর ২০২৪ ১৬:১৭
পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটের অবিশ্বাস্য এক জয়ে প্রথম দল হিসেবে এরই মাঝে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। লর্ডসের ফাইনালে প্রোটিয়াদের সঙ্গী কে হবে সেটাই এখন বড় প্রশ্ন। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলংকা; ফাইনালে ওঠার সুযোগ আছে এই তিন দলেরই। চলুন দেখে নেওয়া যাক ফাইনালে উঠতে হলে কোন দলের সামনে কী সমীকরণ অপেক্ষা করছে।
অস্ট্রেলিয়া
পারসেন্টেজ ৬১.৪৬, ম্যাচ বাকি- ভারতের বিপক্ষে একটি (হোম), শ্রীলংকার বিপক্ষে ২টি( অ্যাওয়ে)
ফাইনালে ওঠার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে চলমান সিরিজের শেষ ম্যাচে সিডনিতে জয় পেলেই ফাইনাল নিশ্চিত করবেন তারা। তখন শ্রীলংকার বিপক্ষে সিরিজে ২-০ ব্যবধানে হারলেও কিছু হবে না অজিদের।
সিডনি টেস্টে ড্র করলেও বেঁচে থাকবে অজিদের ফাইনালের আশা। তবে শ্রীলংকার কাছেও যদি তারা ২-০ ব্যবধানে হেরে যায়, তাহলে তাদের পারসেন্টেজ হবে ৫৩.৫১, শ্রীলংকার পারসেন্টেজ হবে ৫৩।৮৫। সেক্ষেত্রে ফাইনালে পৌঁছে যাবে লংকানরা।
সারাবাংলা/এফএম