Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট চ্যাম্পিয়নশিপ
ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলংকা-ফাইনালে ওঠার সমীকরণে কে কোথায়

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪ ১৬:১৭

ফাইনালের খুব কাছে অস্ট্রেলিয়া

পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটের অবিশ্বাস্য এক জয়ে প্রথম দল হিসেবে এরই মাঝে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। লর্ডসের ফাইনালে প্রোটিয়াদের সঙ্গী কে হবে সেটাই এখন বড় প্রশ্ন। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলংকা; ফাইনালে ওঠার সুযোগ আছে এই তিন দলেরই। চলুন দেখে নেওয়া যাক ফাইনালে উঠতে হলে কোন দলের সামনে কী সমীকরণ অপেক্ষা করছে।

অস্ট্রেলিয়া

পারসেন্টেজ ৬১.৪৬, ম্যাচ বাকি- ভারতের বিপক্ষে একটি (হোম), শ্রীলংকার বিপক্ষে ২টি( অ্যাওয়ে) 

ফাইনালে ওঠার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে চলমান সিরিজের শেষ ম্যাচে সিডনিতে জয় পেলেই ফাইনাল নিশ্চিত করবেন তারা। তখন শ্রীলংকার বিপক্ষে সিরিজে ২-০ ব্যবধানে হারলেও কিছু হবে না অজিদের।

সিডনি টেস্টে ড্র করলেও বেঁচে থাকবে অজিদের ফাইনালের আশা। তবে শ্রীলংকার কাছেও যদি তারা ২-০ ব্যবধানে হেরে যায়, তাহলে তাদের পারসেন্টেজ হবে ৫৩.৫১, শ্রীলংকার পারসেন্টেজ হবে ৫৩।৮৫। সেক্ষেত্রে ফাইনালে পৌঁছে যাবে লংকানরা।

সিডনি টেস্ট হেরে গেলে শ্রীলংকা সফরে কমপক্ষে একটি জয় লাগবে অস্ট্রেলিয়ার। ১-১ ব্যবধানে সিরিজ ড্র করলেও ফাইনালে উঠে যাবে অজিরা। তবে শ্রীলংকার বিপক্ষে সিরিজে যদি দুটি ম্যাচেই ড্র করে অস্ট্রেলিয়া, তাহলে ভারত ও তাদের পারসেন্টেজ হবে ৫৫.২৬। সেক্ষেত্রে এবারের চক্রে বেশি ম্যাচ জয়ের কারণে ফাইনালে উঠে যাবে ভারত।
ভারত 
পারসেন্টেজ ৫২.৭৮, ম্যাচ বাকি- অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি (অ্যাওয়ে) 
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণ আর নিজেদের হাতে নেই ভারতের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া-শ্রীলংকা সিরিজের দিকে। সেখানে অজিদের দুই ড্রই শুধু পারে ভারতের ফাইনাল নিশ্চিত করতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে হেরে গেলেই শেষ হয়ে যাবে ভারতের ফাইনালে ওঠার স্বপ্ন। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া-শ্রীলংকা সিরিজের ফলাফল যাই হোক না কেনো, ভারতের আর কোনো সম্ভাবনা থাকবে না ফাইনাল খেলার।
শ্রীলংকা 
পারসেন্টেজ ৪৫.৪৫, ম্যাচ বাকি- অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি (হোম) 
ফাইনালে ওঠার রাস্তাটা শ্রীলংকার জন্য বেশ কঠিন। প্রথমে তাদের তাকিয়ে থাকতে হবে সিডনি টেস্টের দিকে। এই টেস্ট ড্র হলেই কেবল তাদের ফাইনাল খেলার স্বপ্ন বেঁচে থাকবে। এই টেস্ট ড্র ও নিজেদের সিরিজে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারালেই ফাইনালে শ্রীলংকার পারসেন্টেজ হবে ৫৩.৮৫, অস্ট্রেলিয়ার হবে ৫৩.৫১ ও ভারতের হবে ৫১.৭৫। সেক্ষেত্রে ফাইনালে উঠে যাবে শ্রীলংকাই।
সিডনি টেস্টে ফলাফল এলে তখনই শেষ হয়ে যাবে শ্রীলংকার ফাইনালে ওঠার আশা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত শ্রীলংকা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর