Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনসান সচিবালয়, এ যেন এক অন্য রূপ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১৪:১৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:১৮

নেই মানুষের আনাগোনা, সুনসান সচিবালয়। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রবেশ পথে নেই মানুষের জটলা, ব্যস্ততা নেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের। ফাঁকা পড়ে আছে পার্কিংজোন। আনাগোনা নেই দর্শনার্থীদের। এ যেন এক অন্য রূপ প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয় ঘুরে এমন দৃশ্যই দেখা গেল।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায় সচিবালয়ে। ছবি: সারাবাংলা

 

সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়। পাঁচ দিন পর্যন্ত প্রবেশ করতে পারেননি সচিবালয় বিটে কাজ করা সাংবাদিকরাও। এরপর অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে প্রবেশের অনুমতি মিলেছে সাংবাদিকদের। এ দিন সচিবালয় ঘুরে দেখা গেছে, পুরো সচিবালয় এলাকা ফাঁকা। গাড়ি পার্কিংয়ের জায়গাগুলোও ফাঁকা। অন্যান্য দিনগুলোতে দর্শনার্থীদের যে আনাগোনা মন্ত্রণালয়গুলোতে দেখা যেত সেটা নেই। লিফটগুলোর সামনে লম্বা লাইন দেখা যেত, সেখানেও ফাঁকা। অধিকাংশ খাবারের দোকানই বন্ধ। যেগুলো খোলা সেগুলোতেও কাস্টমার নেই বললেই চলে।

এ দিকে পুড়ে যাওয়া ভবনটিতে কোনো কার্যক্রম চলছে না। এটি বন্ধ করে ক্রাইম সিন হিসেবে রাখা হয়েছে। ভবনটির চারপাশে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ভবনটির চারপাশে ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে।

পার্কিং জোন ছিল খালি। ছবি: সারাবাংলা

বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, সুনসান পরিবেশে কাজ করছেন সকলে। অন্যান্য দিনের মতো গল্প আড্ডা নেই। জরুরী মিটিং ছাড়া উর্দ্ধতন কর্মকর্তারাও রুম ছেড়ে বাইরে যাচ্ছেন না। সাংবাদিকদের সঙ্গেও তেমন কথাবার্তা বলছেন না তারা।

বিজ্ঞাপন

নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বলছেন, ‘দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকায় লোকজন কম। শুধু যাদের আগে থেকে কোনো মন্ত্রণালয় বা কর্মকর্তাদের সঙ্গে অ্যাপোয়েনমেন্ট তারা প্রবেশের সুযোগ পাচ্ছেন। আর সাংবাদিকদের সীমিত পরিসরে প্রবেশ করতে দেওয়া হয়েছে।’

এদিকে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করার পর থেকে সর্বত্র পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের দেখা যাচ্ছে। সাংবাদিক যারা প্রবেশ করতে পারছেন তাদেরকেও নানাভাবে প্রমাণ দিয়ে প্রবেশ করতে হচ্ছে। সব মিলিয়ে চিরচেনা সচিবালয় যেন এখন এক অন্য রূপে।

খালি ছিল বিভিন্ন মন্ত্রণালয়ের সামনের রাস্তা। ছবি: সারাবাংলা

গত বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগে। সে আগুনে ভবনটির চারটি ফ্লোর পুড়ে ছাঁই হয়ে যায়। ভবনটিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ছিল। এরমধ্যে পুড়ে যাওয়া ফ্লোরে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পুড়ে যাওয়ায় দক্ষিন সিটি করপোরেশনে দাফতরিক কাজ শুরু করা হচ্ছে বলে জানিয়েছিলেন ওই দুই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব।

সারাবাংলা/জেআর/এমপি

প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় সচিবালয় সচিবালয়ে আগুন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর