Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিমি কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ৯ জানুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪ ১৪:০২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:১৭

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ৯ জানুয়ারি ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে অনুষ্ঠিত হবে। রোববার (৩১ ডিসেম্বর) ১০০ বছর বয়সে মৃত্যুবরণ করা এই নেতার শেষকৃত্যের পরিকল্পনা মার্কিন সেনাবাহিনী নিশ্চিত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যিনি কার্টারের অনুরোধে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রশংসা বক্তব্য দেবেন, ৯ জানুয়ারিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছেন।

বিজ্ঞাপন

৬ দিনের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শনিবার (৪ ডিসেম্বর) শুরু হবে। কার্টারের মরদেহ সেদিন তার নিজ শহর জর্জিয়ার প্লেইন্সে নিয়ে যাওয়া হবে। সেখানে তার শৈশবের খামারে ৩৯ বার ঐতিহাসিক ঘণ্টা বাজানো হবে, যা তার ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে পরিচিতি স্মরণে করা হবে।

এরপর মরদেহ আটলান্টায় নিয়ে যাওয়া হবে, যেখানে ৭ জানুয়ারির সকাল পর্যন্ত কার্টারের মরদেহ প্রেসিডেন্সিয়াল সেন্টারে থাকবে। সেখান থেকে তার মরদেহ ওয়াশিংটন ডিসিতে নিয়ে যাওয়া হবে, সেখানে ইউএস ক্যাপিটলের রোটন্ডায় তাকে রাখা হবে।

৯ জানুয়ারি ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে রাষ্ট্রীয় অনুষ্ঠানের পর কার্টারের পরিবারের জন্য একটি ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। তাকে তার স্ত্রী রোজালিন কার্টারের পাশে, তাদের দীর্ঘদিনের বাড়ির প্রাঙ্গণ প্লেইন্সে সমাহিত করা হবে।

প্রসঙ্গত, জিমি কার্টার ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার এক মেয়াদের প্রেসিডেন্সি ১৯৭৮ সালে ইসরায়েল ও মিশরের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের জন্য স্মরণীয়।

বিজ্ঞাপন

পদত্যাগের পর দীর্ঘ কর্মজীবনে তিনি মানবকল্যাণে নিবেদিত ছিলেন এবং এ কারণে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। বিশ্বনেতা ও সাবেক মার্কিন প্রেসিডেন্টরা কার্টারকে শান্তিপ্রিয়, বিনয়ী এবং মানবিক নেতা হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন।

সারাবাংলা/এনজে

অন্ত্যেষ্টিক্রিয়া জিমি কার্টার যুক্তরাষ্ট্র সাবেক প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর