এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবের বাসায় তল্লাশি
৩১ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৮
চট্টগ্রাম ব্যুরো: ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় অভিযান চালানো হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এ যৌথ অভিযান চালায়।
র্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপ পরিচালক (মিডিয়া) মেজর সাদমান সাকিব সারাবাংলাকে জানান, র্যাব শুধু সহায়তা করেছে। দুদকের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ বিষয়ে জানতে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক নাজমুস সাদাত ও সহকারী পরিচালক এনামুল হকের মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কল ধরেননি।
জানা গেছে, মাহবুবুল আলমের পাঁচলাইশ নাসিরাবাদ আবাসিক এলাকার ওই বাসায় বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রা থাকার গোয়েন্দা তথ্য পেয়ে সোমবার গভীর রাতে ওই অভিযান পরিচালনা করা হয়। ওই বাসায় তারা বেশ কিছুক্ষণ সময় নিয়ে তল্লাশি চালায়। তবে তল্লাশি শেষে কিছু না পেয়ে তারা ফিরে যান।
চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলম ২০২৩ সালের ১৫ আগস্ট দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতির দায়িত্ব নেন।
গত ৫ অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। পরে জানা যায়, তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন।
ব্যবসায়ীদের দাবির মুখে গত সেপ্টেম্বরের শুরুর দিকে সিঙ্গাপুর থেকে তিনি ই–মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে এফবিসিসিআই সভাপতির পদ ছাড়েন।
সারাবাংলা/আইসি/ইআ