ফিরে দেখা ২০২৪
বছর জুড়ে আলোচিত খুলনার যেসব ঘটনা
৩১ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৭ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৮:০৩
খুলনা: নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হতে চলেছে ২০২৪। আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন বছর। বিদায় নিতে যাওয়া বছরটিতে খুলনায় ঘটে গেছে অনেক আলোচিত ঘটনা-দুর্ঘটনা। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে খুলনার নাবিকের মুক্তি, ফিল্মি স্টাইলে হাসপাতাল থেকে নারীকে অপহরণ, কাফনের কাপড় পাঠিয়ে ১২ শিক্ষক-কর্মচারীকে হুমকি, গৃহবধূর চোখে-মুখে আঠা লাগিয়ে নির্যাতনসহ আরও নানা আলোচিত বিষয় ছিল এ বছরে। তবে কিছু প্রাপ্তিও ছিল এসবের মধ্যে।
২৮ জানুয়ারি খুলনায় ধর্ষণের শিকার এক নারীকে খুলনা মেডিকেল হাসপাতাল এলাকা থেকে অপহরণ করা হয়। ওইদিন বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ওই নারীকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। গত ৯ অক্টোবর ওই নারীর খালাতো ভাই পরিচয়দানকারী গোলাম রসুল বাদী হয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-৩ এ ধর্ষণ ও অপহরণের অভিযোগ করেন। পরে আদালত ঘটনাটি তদন্ত করে নগরীর সোনাডাঙ্গা থানাকে মামলা রুজু করার নির্দেশ দিলে গত ১৭ অক্টোবর ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদসহ আটজনের বিরুদ্ধে মামলা রুজু হয়। সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ওই মামলার ২ নম্বর আসামি।
১০ ফেব্রুয়ারী খুলনার ডুমুরিয়ায় ঘটে যায় এক মর্মান্তিক দূর্ঘটনা। উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদোহা গ্রামে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে ডুমুরিয়া উপজেলার জিয়ালতলা গ্রামের বিশ্বজিত বিশ্বাস (৩০), তার শাশুড়ি বিলপাবলা গ্রামের মৃত অনিমেশ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫), বিশ্বজিত বিশ্বাসের শ্যালক অপু ঢালীর স্ত্রী নিপা ঢালী (২৫), আঙ্গারদহ গ্রামের হান্নান মোড়ল ওরফে তাজুর ছেলে সাব্বির মোড়ল (২৩) ও শিশু অর্নি বিশ্বাস (৪) নামের পাঁচজন নিহত হন।
১১ ফেব্রুয়ারি খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। চুরি করতে দেখে চিৎকার করে ওঠায় গৃহবধূকে (৪৫) নির্যাতন এবং চোখে-মুখে সুপার গ্লু লাগিয়ে দিয়েছিল চোর ইমামুল ওরফে এনামুল। গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এ ঘটনায় পরদিন সন্ধ্যার পর ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ চোর এনামুলকে গ্রেফতার করলে রহস্য উন্মোচিত হয়।
১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহ জাহাজটি জিম্মি করে। জাহাজের দ্বিতীয় প্রকৌশলী খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার ২০/১ করিমনগর এলাকার মো. ইকবাল এবং দিল আফরোজ দম্পতির ছেলে তৌফিকুল ইসলামও ছিলেন। পরে ১৪ মে বিকেল পৌনে ৪টার দিকে সোমালিয়ার জলদস্যুরদের কবল থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহর ২৩ নাবিক দেশের মাটিতে পা রাখেন। ১৫ মে সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে তৌফিকুল ইসলাম বাড়িতে ফিরে আসেন।
১৯ মার্চ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের নোয়ানি গ্রামের যজ্ঞমন্দির এলাকায় ইউএনডিপি, ইউএনসিডিএফ, ইউরোপিয়ান ইউনিয়ন ও সুইডেন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগের অধীন পরিচালিত লজিক প্রকল্পের আওতায় নির্মিত রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম পরিদর্শন করেন। এ সময় ক্রাউন প্রিন্সেস স্থাপিত হওয়া ওয়াটার হারভেস্টিং সিস্টেম থেকে স্থানীয় মানুষদের লবণমুক্ত সুপেয় পানি সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ এবং ওয়াটার হারভেস্টিং সিস্টেমের উপকারভোগীদের সঙ্গে সংক্ষিপ্ত সময় মতবিনিময় করেন।
২৪ মার্চ একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুলনা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১২ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পৃথক পৃথক খামে দেওয়া হয়। চিঠির ভেতর এক টুকরো সাদা কাগজের সঙ্গে পিন মারা কাফনের কাপড় সাদৃশ্য। সাদা কাগজে লেখা ছিল ‘প্রস্তুত থাকিস’।
১৯ জানুয়ারি দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ দুটি ধরা পড়ে। ঘটনাটি জানাজানি হলে এলাকার মানুষ মাছ দুটি দেখতে ভিড় জমায় ও ছবি তোলে। বিষয়টি এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে।
২৭ জানুয়ারি খুলনার ডুমুরিয়া উপজেলার একটি বাসা থেকে দুই সন্তানসহ এক মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা পারিবারিক কলহের কারণে ডলি বেগম তার দুই শিশু সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করে।
১৪ ডিসেম্বর রাতে সন্ধ্যার দিকে খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রোলিংয়ে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা প্রকাশ করা হয়। এ ঘটনায় আসলাম হোসেন ওরফে সেন্টু নামে একজনকে আটক করে পুলিশ।
২৮ নভেম্বর রাত ২টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে ঘটে এক রিদয় বিদারক ঘটনা। সুন্দরবন পরিবহনে ঘুমিয়ে ছিল ওই বাসে হেলপারের কাজ করা মো. শরীফ (১৬)। পুলিশের ধারণা মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে ছিলো শরীফ। সেই কয়েল আগুনের সূত্রপাত হয়। চারিদিকে দরজা-জানালা বন্ধ থাকায় শরীফ আর বাসের মধ্য থেকে বের হতে পারেনি। বাসের মধ্যে তিনি মারা যান।
১ জুন প্রথমবারের মতো মোংলা কমিউটার ট্রেন মোংলা রুটে যাত্রা করে। যা নতুন দিগন্তের সূচনা সৃষ্টি করে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়।
১৪ নভেম্বর সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে অপহরণ ও ধর্ষণ মামলায় আদালতে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা নানা স্লোগান দেয়। এক পর্যায়ে তাঁর গায়ে ডিম ছুড়ে মারে ছাত্র-জনতা।
১ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রথমবারের মতো যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সুন্দরবন এক্সপ্রেস। নতুন এই রুটে ট্রেন চলাচলে অন্তত দুই ঘণ্টা সময় বাঁচে।
গত ২৪ ডিসেম্বর খুলনা-ঢাকা রুটে চালু হয় নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ট্রেনটি। পদ্মা সেতু হয়ে নতুন রুটে ঢাকা যেতে সময় লাগে মাত্র পৌনে ৪ ঘণ্টা। যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় খুশী যাত্রীরা।
৪ আগস্ট খুলনার রাজপথ দখলে নেয় ছাত্র-জনতা। তাদের গণঅভ্যুত্থানের মুখে খুলনা ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী ও সাবেক এমপি-মন্ত্রীরা। ওইদিন বিক্ষোভের মুখে ধ্বংসস্তূপে পরিণত হয় খুলনার ক্ষমতার কেন্দ্রবিন্দু ‘শেখ বাড়ি’। এছাড়া নগরীর শঙ্খ মার্কেটে অবস্থিত খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।
৫ আগস্ট খুলনার কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। পরে ওই বাসভবনে অগ্নিসংযোগ করে মোহসিন রেজার মরদেহ সেখানে ফেলে রাখা হয়। এতে পুড়ে যায় মৃতদেহটি।
সারাবাংলা/এমপি