Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগ আর গোপালগঞ্জের পুলিশ দিয়ে কী কাজ করাবেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ২২:৪১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৩:১৩

আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

ঢাকা: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ আমলে বলে-কয়ে ঘোষণা আসত, গোপালগঞ্জের ছেলেদের রিক্রুট করা হবে। ছাত্রলীগের ছেলেকে রিক্রুট করা হবে। এখন পুলিশ বাহিনীর ১০ জনের মধ্যে যদি আটজনের হৃদয়ে বাকশাল থাকে এবং তারা যদি আওয়ামী লীগ পরিবার ও গোপালগঞ্জের হয় সেই পুলিশ নিয়ে কী কাজ করাবেন।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে জুলাই অভ্যুত্থানে ঢাকা বিভাগে শতাধিক শহিদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে ‘পুলিশ কেন কাজ করছে না?’- এই প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

যেই পুলিশ গণহত্যাকারীদের প্রধানবাহিনী ছিল, তারা কি তাদের বিচারের প্রতি আগ্রহ দেখাবে? এমন প্রশ্ন রেখে আইন উপদেষ্টা বলেন, ‘পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এখানে আমার কিছু করার নেই। যখন পুলিশ চার্জশিট দেয় তখন তা আমার আওতায় আসে। স্বরাষ্ট্র উপদেষ্টা থাকলে আরও ভালো উত্তর পাওয়া যেত।’

তিনি বলেন, ‘এখন মামলা বাণিজ্য শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধ, হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদের আমরা চিহ্নিত করব। অবশ্যই তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।’

সঠিকভাবে মামলার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। শহিদ পরিবারের মামলাগুলোতে আইনি সহযোগিতার জন্য আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয়। কথা দিচ্ছি আগামী সাত দিনের মধ্যে এই সেল হবে। এছাড়া আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার সেটা করে দেবো।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

আওয়ামী লীগ গোপালগঞ্জ টপ নিউজ পুলিশ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর