Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ মিনারকেন্দ্রিক অনুষ্ঠান ঘিরে বিশেষ ট্রাফিক নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ২২:১৬ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৩:১৪

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ছবি: সারাবাংলা।

ঢাকা: আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনারকেন্দ্রিক অনুষ্ঠান ঘিরে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে আসা যানবাহনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান নির্দেশনা বিষয়ে এ তথ্য জানান।

তিনি জানান, আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারকেন্দ্রিক অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত যানবাহনগুলো ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

নির্দেশনায় বলা হয়েছে- গাবতলী হয়ে ঢাকা মহানগরে প্রবেশ করা যানবাহনগুলো মানিক মিয়া অ্যাভিনিউ ও আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্যমেলা মাঠে পার্কিং করবে। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী প্রবেশপথ দিয়ে আগত যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পার্কিং করবে। আব্দুল্লাহপুর হয়ে প্রবেশ করা যানবাহন ৩০০ ফিট এলাকায় পার্কিং করবে।

ঢাকা মহানগর এলাকা যানজটমুক্ত রাখতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে অনুষ্ঠানে আগত সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সারাবাংলা/ইউজে/এসআর

ট্রাফিক নির্দেশনা ডিএমপি শহিদ মিনারকেন্দ্রিক অনুষ্ঠান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর