‘প্রধান রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্টদের মতো কাজ করছে’
৩০ ডিসেম্বর ২০২৪ ২১:৪৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:১৪
ঢাকা: ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বিগত সরকারের ভয়াবহ পরিণতি থেকে শিক্ষা না নিয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নিজেদেরকে ক্ষমতার কাছাকাছি ভেবে ফ্যাসিস্টদের মতো কাজ করছে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও ইসলামী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির সদস্যদের প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘‘৫ আগস্টের ফ্যাসিস্ট সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের মতো চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি, সিন্ডিকেট ও হাট-বাজার-বাসস্ট্যান্ড দখল, ব্যবসার কমিশন দাবি, অপরের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এগুলো প্রমাণ করে কোনো কোনো রাজনৈতিক দল নব্য ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হচ্ছে, যা দুঃখজনক।’’
তিনি বলেন, ‘‘পুলিশ ঘুষ গ্রহণ করলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠবে, মিথ্যা মামলার সংখ্যা বৃদ্ধি পাবে, সাধারণ মানুষ হয়রানির শিকার হবে, বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠবে, আদালতে বিচারের ক্ষেত্রে মানুষের অপেক্ষার সময় বৃদ্ধি পাবে, চুরি-ডাকাতি, ছিনতাই ও খুন-ঘুমের ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পাবে এবং দুর্নীতি-দুঃশাসন চাঁদাবাজি-টেন্ডারবাজি-সিন্ডিকেট জনগণের রক্ত চুষে নেবে।’’
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘‘কিন্তু দেশের মানুষ এগুলো আর দেখতে চায় না। দেশের মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে। তারা অধিকারের জন্য যে কোনো সময়ে রাস্তায় নেমে আসতে পারে। পুলিশের ঘুষ দুর্নীতি বন্ধ না হলে সমাজে বিশৃঙ্খলা প্রকট আকার ধারণ করার পাশাপাশি ‘মব জাস্টিস’-এর মতো দুঃখজনক ঘটনারও আশঙ্কা দেখা দেবে।’’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম ও ছাত্র নেতা ইউসুফ আহমাদ মানসুর প্রমুখ।
সারাবাংলা/এজেড/আরএস