Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেল এলাকায় ফানুস না উড়ানোর অনুরোধ কর্তৃপক্ষের

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ২০:১৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ২২:৪০

ঢাকা মেট্রোরেল

ঢাকা: থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষ্যে এমআরটি লাইন-৬ এ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় ফানুস বা অনুরূপ কোনো বস্তু না উড়ানোর অনুরোধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ ডিএমটিসিএল। সোমবার (৩০ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত আদেশে বলা হয়, এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল অব্যাহত আছে। প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষ যাত্রী এই রুটে মেট্রোরেলের সেবা গ্রহণ করছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, উত্তরা উত্তর হতে মতিঝিল পর্যন্ত অংশে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন মেট্রো ট্রেন চলাচল করে। থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ফানুস বা অনুরূপ কোনো বস্তু উড়ানো হলে উক্ত বস্তু অথবা এর অবশিষ্টাংশ উচ্চ ক্ষমতা সম্পন্ন এই বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটাসহ মূল্যবান প্রাণ ও সম্পদহানির আশঙ্কা রয়েছে।

জারিকৃত আদেশে আরও বলা হয়েছে, এ প্রেক্ষাপটে এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর হতে মতিঝিল পর্যন্ত রুট এ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ফানুস বা অনুরূপ কোনো বস্তু না উড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

ফানুস বা অনুরূপ কোনো বস্তু উড়ানোর ফলে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ জেআর/এনজে

থার্টি ফার্স্ট নাইট ফানুস মেট্রোরেল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর