Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অংশীজনের সঙ্গে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৮

আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের এ মতবিনিময় সভা।

ঢাকা: দেশের স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্যখাত সংস্কার কমিশন আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।

সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় অংশীজন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিকিৎসা গবেষনা পরিষদ, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য শিক্ষা অধিদফতর, পরিবার পরিকল্পনা অধিদফতর, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর।

সভায় সংস্থাগুলো স্বাস্থ্যখাত সংস্কারে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন এবং প্রস্তাবনার পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

সভায় বাংলাদেশ চিকিৎসা গবেষনা পরিষদকে শক্তিশালীকরন, গুনগত গবেষনা ও এথিক্স প্রনয়ন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের দক্ষতা উন্নয়ন, প্রাইমারি হেলথ কেয়ার এর সঙ্গে সমন্বয় ও প্রবিধি প্রণয়ন, স্বাস্থ্য অধিদফতর সার্বজনীন স্বাস্থ্যসেবা, কৃত্যপেশাভিত্তিক মন্ত্রনালয়, জনবল সংকট, ক্যারিয়ার প্ল্যান, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের নামকরণ, স্থায়ী কার্যালয়, দক্ষজনবল, ঢাকার সাথে বিকেন্দ্রিকরণ, পরিবার পরিকল্পনা অধিদফতরে লোকবল সংকট, অবকাঠামোগত দূর্বলতা, নিয়োগবিধি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মরত চিকিৎসকদের আর্থিক বৈষম্য, প্রতিষ্ঠানে বুনিয়াদী প্রশিক্ষন করানো ও গবেষনা নীতিমালা প্রনয়ন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে দাপ্তরিক কাজের বিকেন্দ্রিকরণ, উচ্চতর গ্রেড প্রাপ্তি, ইন্টার্ন ভাতা বৃদ্ধি ও ঝুঁকি ভাতা, বিদ্যমান কারিকুলাম এর একীভূতকরণসহ নানা বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় কমিশন কীভাবে কাজ করবে, কোন কোন ক্ষেত্রে কাজ করবে, কাদের সঙ্গে আলাপ-আলোচনা করবে এবং পরামর্শ গ্রহণ করবে। সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্যে কমিশন কাজ করবে বলে জানানো হয়।

সারাবাংলা/এসবি/এনজে

সভা স্বাস্থ্য খাত সংস্কার কমিশন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর