Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির নির্বাচন মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ১৭:৫০

ঢাকা: ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাহবুব আলী মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি সূত্র এ তথ্য জানিয়েছে। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বিষয়টি সম্পর্কে এক পোস্ট করে বিস্তারিত জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

জানা গেছে, ত্রি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন এম এ বাতেন ও মো. ওয়ারেছ আলি। কার্যকরী সভাপতি পদে নির্বাচন করবেন আক্তারুজ্জামান বাবুল ও মোয়াজ্জেম হোসেন সরদার। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন মো. সাইফুল আলম ও আল আমিন খান জয়। দফতর সম্পাদক পদে নির্বাচন করবেন কাজী মো. জুবায়ের মাসুদ ও মহসিন মিয়া। কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন এ এস এম আহম্মেদ খোকন ও আবুল খায়ের।

নির্বাচনে সব কাউন্সিলরদের সমিতির কার্যালয়ে ভোটদানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি।

সারাবাংলা/ইউজে/ইআ

ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি নির্বাচন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর