Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে প্রবেশ
সাংবাদিকদের অনুমতি মিললেও যেতে মানা ৭ নম্বর ভবনে

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ১৭:১৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৯

বাংলাদেশ সচিবালয়

ঢাকা: রোববারের মতো সোমবারও (৩০ ডিসেম্বর) সকাল থেকে টানা ৫ ঘণ্টা অপেক্ষার পর সচিবালয়ে প্রবেশের অনুমতি পেয়েছেন সাংবাদিকরা। দুপুর ২টার দিকে সীমিত সংখ্যক সাংবাদিককে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে আগুনে পুড়ে যাওয়া সাত নম্বর ভবনে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) থেকেই সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয় সরকারি কর্মকর্তা ছাড়া সব শ্রেণি-পেশার দর্শনাথীকে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে সাংবাদিকসহ সকলের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। বাতিল করা হয় সচিবালয়ের সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের স্থায়ী ও অস্থায়ী পাস।

বিজ্ঞাপন

এরপর রোববার বাংলাদেশ সেক্রেটারিয়েট ফোরাম-বিএসআরএফ’র সদস্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে বৈঠকের পর সোমবার থেকে অস্থায়ী পাসে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের অনুমতির কথা বলা হয়। কিন্তু এদিন সকাল দশটা থেকে সচিবালয়ের সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও প্রবেশের অনুমতি মিলছিল না। এর পর দুপুর ২ টার দিকে সীমিত সংখ্যক সাংবাদিক সচিবালয়ে প্রবেশের অনুমতি পান। অনেকে অবশ্য অপেক্ষা করে অফিসে ফিরে যান।

এদিকে সচিবালয়ের আগুন লাগা সাত নম্বর ভবনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই ভবনে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগুনের ঘটনার পর থেকে উপদেষ্টা ও সচিব ছাড়া কারও গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এক ও দুই নম্বর প্রবেশ পথের মধ্যবর্তী দরজা দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভবনটির চারটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান, সড়ক ও যোগাযোগ, ডাক ও টেলিযোগাযোগ ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি বিভাগ দাফতরিক কাজ করতো।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

অনুমতি টপ নিউজ সচিবালয় সাংবাদিক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর