প্রাথমিক প্রতিবেদন দিতে আরও ১ দিন সময় চেয়েছে কমিটি
৩০ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৭:২৩
ঢাকা: সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রাথমিক প্রতিবেদন দিতে আরও একদিন সময় চেয়েছে। অর্থাৎ কমিটি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে তাদের প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল মণি। তিনি সোমবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এদিন ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
তিনি আরও বলেন, ওই ঘটনা তদন্তে পুলিশের লোকেরা কাজ করছে, আইসিটির লোকেরা কাজ করছে, মোট পাঁচটা টিমের সদস্যরা আলামত সংগ্রহ করেছে। এগুলা আমরা আলোচনা করে একটা জায়গায় আসার চেষ্টা করছি।
তিনি বলেন, আমাদের তিন দিন সময় দেওয়া হয়েছিল। যা আজ শেষ হচ্ছে। এই সময়ের মধ্যে কাজ হচ্ছে না বলে আমরা আরেকটু সময় চেয়েছি। আমরা কেবিনেটের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছি। অনেক কিছু টেস্ট করতে হচ্ছে। সে পরীক্ষার রেজাল্ট রাতে পাব। এগুলো নিয়ে মঙ্গলবার আমরা বসব। এগুলো এলে আমরা এক প্রাথমিক ধারণা পাব আশা করছি। এটা হবে প্রাথমিক প্রতিবেদন। যা মঙ্গলবার বিকেল ৫টা বা তার আগে জমা দিতে পারব।
সিনিয়র সচিব বলেন, আমাদের তো অনেকগুলো টিম কাজ করছে। প্রাথমিক তদন্তে কী পাওয়া গেছে তা এখনই বলা যাবে না।
পুর্নাঙ্গ প্রতিবেদন কবে দেওয়া যাবে এ প্রসঙ্গে তিনি বলেন, কিছু জিনিস আছে যেগুলোর ক্যাপাসিটি আসলে আমাদের দেশে নেই। যে বিষয়গুলোর পরীক্ষার সুযোগ দেশে নেই তা বিদেশে পাঠানো হবে। যে দেশে সুবিধা আছে সেসব দেশে পাঠানো হবে। তবে চূড়ান্ত প্রতিবেদন কবে দেওয়া যাবে তা এখনই বলা যাবে না।
গত বুধবার দিবাগত রাতে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভবনটির চারটি ফ্লোর পুড়ে ছাঁই হয়ে গেছে। সেখানে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান, সড়ক ও যোগাযোগ, ডাক ও টেলিযোগাযোগ ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি বিভাগ দাফতরিক কাজ করত।
সারাবাংলা/জেআর/ইআ