Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড় থেকে বনকর্মীসহ ১৯ শ্রমিক অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৯

পাহাড় থেকে বনকর্মীসহ ১৯ শ্রমিক অপহরণ

কক্সবাজার: টেকনাফের বন বিভাগের কাজ করতে গিয়ে বনকর্মীসহ ১৯ জন শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। অপহরণ হওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন বনকর্মী ও অপর ১৬ জন শ্রমিক। তাদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড়ে এই ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) শেখ এহসান উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, ‘সোমবার সকালের দিকে টেকনাফের হ্নীলা জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপন করতে গেলে বন বিভাগের কাজে নিয়োজিত ১৯ জন শ্রমিককে সেখান থেকে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় বলে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন। এ ঘটনার খবর পেয়ে বন বিভাগ ও পুলিশসহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছেন।’

টেকনাফের বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানিয়েছেন, বন বিভাগের পরিচ্ছন্নতা কাজ করতে গিয়ে এদের অপহরণ করা হয়। খবর পেয়ে পুলিশ, এপিবিএন, র‍্যাবসহ স্থানীয় জনগন পাহাড়ে অভিযান চালাচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এখন সীমান্ত পরিদর্শনে টেকনাফ রয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ

কক্সবাজার টেকনাফ শ্রমিক অপহরণ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর