Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় আ.লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৩:৫২

খুলনায় আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহাবুব আলম সোহাগ‌ গ্রেফতার হয়েছেন

খুলনা:মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহাবুব আলম সোহাগ‌ গ্রেফতার হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে মহানগরীর তারেরপুকুর এলাকা থেকে গ্রেফতার করে ডি‌বি পু‌লিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) মহানগর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি মাহাবুব আলম সোহাগ‌ তারেরপুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের একটি বাড়িতে অবস্থান করছেন। আমরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ বিএনপি অফিস ভাঙচুর এবং খালিশপুর থানা বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

আওয়ামী লীগ নেতা গ্রেফতার খুলনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর