Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে ফের নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪ ১৩:১৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৩

ছবি: সংগৃহীত

পাকিস্তান-আফগানিস্তানের চলমান উত্তেজনায় ফের আফগানিস্তানে আট জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাত পর্যন্ত চলা সংঘর্ষে বেসামরিক নাগরিকসহ আরও ১৩ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ডনে খরবটি নিশ্চিত কর হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার আফগানিস্তানের পূর্ব পাকতিকা প্রদেশে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ক্যাম্পে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলার পর থেকে দুই পক্ষই গুলি বিনিময় করছে।

সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, নতুন হামলায় সামনের সারির এক সৈন্য নিহত হয়েছেন। এ ছাড়া ১১ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনী তাদের চেষ্টা ব্যর্থ করে দেয়। অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর সন্ত্রসীরা আফগান বাহিনীর সঙ্গে যোগ দেন। পরে শনিবার সকালে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সীমান্তে গুলি চালায়।

আফগান বাহিনী এবং সন্ত্রসীরা দিনব্যাপী সংঘর্ষে পাকিস্তানের ঘোজগড়ি, মাথা সাঙ্গার, কোট রাঘা এবং তারি মেঙ্গল এলাকায় সীমান্ত চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। জবাবে পাল্টা হামলা চালিয়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আফগান অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে এবং তাদের সীমান্ত চৌকি ত্যাগ করতে বাধ্য করেছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য পাকিস্তানের নাম উল্লেখ করেনি। তবে আফগানিস্তানে সমন্বিত হামলা চালানো ও সমন্বয়কারীদের বিরুদ্ধে অনুমানিক লাইনের বাইরে বেশ কয়েকটি স্থানে হামলা চালানোর কথা উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

এর আগে গত বুধবার আফগান কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল, তারা পাকিস্তানের বোমা হামলার জবাব দেবে।

আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান কর্তৃপক্ষ অভিযোগ করেছে, পাকিস্তান গত সপ্তাহে যে বিমান হামলা চালিয়েছে, তাতে ৪৬ জন নিহত হয়েছে, যার অধিকাংশ নারী ও শিশু।

সারাবাংলা/এইচআই

আফগানিস্তান পাকিস্তান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর