Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আরও কাছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪ ১২:৪১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৪:০৪

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আরও কাছে অজিরা

পার্থে সিরিজের প্রথম টেস্টে হেরে শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিলেন তারা। সেই অস্ট্রেলিয়াই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো বোর্ডার-গাভাস্কার সিরিজে। মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের শেষ দিনে ভারতকে মাত্র ১৫৫ রানে গুটিয়ে দিয়ে ১৮৪ রানের বিশাল জয় পেয়েছে অজিরা। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার পথে আরও একধাপ এগিয়ে গেল প্যাট কামিন্সের দল।

শেষ দিনে ৩৪০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে ভারত। ভারতের ওপেনিং জুটি ধীরগতিতেই ব্যাটিং করেছেন প্রথম ১৬ ওভার। ভারতের প্রতিরোধ ভাঙে রোহিত শর্মা ফিরলে। ৯ রান করা রোহিতকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন কামিন্স। একই ওভারে শূন্য রানে লোকেশ রাহুলকেও ফেরান তিনি। বিরাট কোহলিও ৫ রানে ফিরেছেন স্টার্কের বলে।

বিজ্ঞাপন

৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেই অবস্থায় দলের ইনিংসে স্থিরতা আনেন জসওয়াল-পান্ট জুটি। এই জুটি লাঞ্চ পর্যন্ত আর বিপদ হতে দেননি। দ্বিতীয় সেশনেও দুর্দান্ত ব্যাটিং করেছেন জসওয়াল-পান্ট। ৮৮ রানের এক জুটি গড়ে ভারতকে ড্রয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন তারা।

তবে চা বিরতির পর ট্রাভিস হেডের বলে মারতে গিয়ে পান্ট ফিরলেই শুরু হয় ভারতের পতনের সূচনা। ১০৪ বলে ৩০ রানে ফেরেন পান্ট। ১২১ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় ভারত।

এরপর মেলবোর্ন দেখেছে ভারতীয় ব্যাটারদের যাওয়া আসার মিছিল। ভারত শেষ ৬ উইকেট হারিয়েছে ৩৪ রানে! জাদেজা, রেড্ডি, সুন্দর; তিনজনের কেউই সেই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। পুরো ইনিংসে দুই অংক ছুঁয়েছেন শুধুই জসওয়াল ও পান্ট।

একপ্রান্ত আগলে রেখে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন জসওয়ালই। ৮৪ রানের মাথায় কামিন্সের বলে ক্যারির হাতে ক্যাচ দেন জসওয়াল। তার এই আউট নিয়ে হয়েছে বড় নাটক। মাঠের আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় অজিরা। সেখানে দেখা যায়, বল গ্লোভসে লেগে ক্যারির হাতে গেছে। কিন্তু স্নিকোতে কিছুই ওঠেনি! তবুও শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্ত জানান তৃতীয় আম্পায়ার শরফুদৌল্লা সৈকত। এ নিয়ে তর্ক বিতর্ক চলছে এখনো।

বিজ্ঞাপন

ভারতের লেজ কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। শেষ পর্যন্ত ১৫৫ রানে থামে ভারতের ইনিংস। ১৮৪ রানে বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে অজিরা।

এই জয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আরও কাছে চলে গেলেন তারা। অন্যদিকে এই হারে কার্যত ফাইনালে খেলার আশা শেষ হয়ে গেল ভারতের।

সারাবাংলা/এফএম

টেস্ট চ্যাম্পিয়নশিপ বক্সিং ডে টেস্ট ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মেলবোর্ন টেস্ট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর