ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬০
আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪ ১১:০৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১২:৪২
৩০ ডিসেম্বর ২০২৪ ১১:০৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১২:৪২
ইথিওপিয়ায় একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
পূর্ব আফ্রিকার এই দেশটির দক্ষিণাঞ্চলীয় বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনাটি ঘটে।
সোমবার (৩০ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
সিদামা প্রদেশটি ইথিওপিয়ার দক্ষিণে রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো ফেসবুকে বলেছে, ‘একটি গাড়ি দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে।’ তবে ঘটনার বিস্তারিত জানায়নি তারা।
এতে আরও বলা হয়, ‘আহত চার যাত্রীকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
সারাবাংলা/এসডব্লিউ