জিমি কার্টারের মৃত্যুতে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
৩০ ডিসেম্বর ২০২৪ ১০:৫৪ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১২:৪৩
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার চিরবিদায় নিয়েছেন। জর্জিয়ার প্লেইনসে নিজের বাড়িতে রোববার (২৯ ডিসেম্বর) তিনি মারা যান। কার্টারই হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। গত অক্টোবরে তিনি এক শ বছরে পড়েন। সাবেক এই প্রেসিডেন্টের মৃত্যুতে বিশ্বনেতারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
শান্তিতে নোবেল জয়ী এই নেতার মৃত্যুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি সংঘাতের মধ্যস্থতা, নির্বাচন পর্যবেক্ষণ, গণতন্ত্রের প্রচার এবং রোগ প্রতিরোধ ও নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাকে ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছিল তার উল্লেখযোগ্য কর্মের জন্য।
তিনি আরও বলেন, ‘তিনি তার কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।’
আরও পড়ুন-সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কার্টারের মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘তিনি একজন ‘প্রিয় বন্ধু , অসাধারণ নেতা, মানবদরদী ও রাষ্ট্রনায়ককে’ হারালেন।’
বাইডেন আরও বলেছেন, ‘গত ছয় দশক ধরে জিমি কার্টারকে প্রিয় বন্ধু বলার সম্মান আমি পেয়েছি। কিন্তু অসাধারণ ঘটনা হলো, লাখ লাখ মানুষ যারা তাকে কখনো দেখেননি, তাদের কাছেও তিনি ছিলেন প্রিয় বন্ধু।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘আমেরিকা জিমি কার্টারের কাছে ঋণী। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন। তিনি সেই সময়ে সব চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন। তিনি মানুষের জীবন উন্নত করতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন। তার জন্য আমরা কার্টারের কাছে ঋণী।’
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছেন, ‘কার্টার শান্তির জন্য সারা জীবন ধরে লড়াই করেছেন। তিনি মানুষের অধিকারের কথা বলে গেছেন।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ‘বহু দশক ধরে কার্টার নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে গেছেন।’
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘জিমি কার্টার চিরদিন নিজের দেশের ও বিশ্বের মানুষদের সেবা করে গেছেন।’
রাজা চার্লস বলেছিলেন, ‘তিনি একজন প্রতিশ্রুতিবদ্ধ জনসেবক ছিলেন এবং শান্তি ও মানবাধিকারের প্রচারে তার জীবন উৎসর্গ করেছিলেন।’
সারাবাংলা/এইচআই