সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কমবে
৩০ ডিসেম্বর ২০২৪ ১০:৪১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১২:০৭
ঢাকা: সারা দেশে ভোর থেকে যে ঘন কুয়াশার দেখা মিলতো সেটা কমেছে। সেই সঙ্গে দেশের প্রায় সব জেলাতেই কমেছে তাপমাত্রা। এই পরিস্থিতি আগামী পাঁচ দিন বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (৩০ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। সেখানে বলা হয়, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা বলছে এ সময়ের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর কোনো প্রভাব দেশের আবহাওয়ায় ফেলবে না।
সারাবাংলা/জেআর/ইআ