নতুন নির্বাচনে ৪ বছর লাগতে পারে: সিরীয় নেতা
৩০ ডিসেম্বর ২০২৪ ১০:১৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১২:০৪
সিরিয়ায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্রোহী নেতা আহমেদ আল-শারা। চলতি মাসে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর তিনি প্রথমবারের মতো একটি সম্ভাব্য নির্বাচনি সময়সূচি সম্পর্কে মন্তব্য করেছেন।
রোববার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ফ্রান্স টুয়েন্টিফোর।
শারা জানান, নতুন একটি সংবিধান খসড়া করতে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়া, আসাদ শাসনের পতনের পর জনসেবায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে আরও এক বছর সময় প্রয়োজন হতে পারে।
তিনি জানান, বৈধ নির্বাচন আয়োজনের জন্য সিরিয়ার আইনি কাঠামো পুনর্গঠন এবং একটি বিস্তৃত জনশুমারি পরিচালনা জরুরি।
এইচটিএস একসময় জিহাদি সংগঠন হিসেবে পরিচিত ছিল এবং ইসলামি আইন (শরিয়া) প্রতিষ্ঠার লক্ষ্যে সহিংস পন্থা অবলম্বন করত। তবে সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনটি সেই অবস্থান থেকে সরে এসেছে।
শারা জানান, সংগঠনটি জাতীয় সংলাপ সম্মেলনে বিলুপ্ত হবে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
জাতীয় সংলাপটি যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় ঐক্য প্রতিষ্ঠার জন্য নতুন নেতৃত্বের প্রথম পরীক্ষা হতে পারে।
সারাবাংলা/এইচআই