Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০০:১৮

রোববার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় বন্ধ হয়ে পড়েছিল ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ। রিলিফ ট্রেন গিয়ে ট্রেনটি ঠিক করলে প্রায় আড়াই ঘণ্টা পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ধলা স্টেশনের আউটার এলাকায় বিকল হয়ে পড়ে মহুয়া কমিউটার ট্রেন। পরে বিকেল সোয়া ৪টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিজ শিকদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি ধলা স্টেশনের আউটার এলাকায় পৌঁছালে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস দিয়ে লাইন ক্লিয়ার করা হয়। পরে রিলিফ ট্রেনের মাধ্যমে ইঞ্জিন পরিবর্তন করে ট্রেনটি সচল করা হয়। এসে চলাচল স্বাভাবিক করে।

এএসআই আরিজ শিকদার বলেন, ট্রেন বিকল হয়ে পড়ায় প্রায় আড়াই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

সারাবাংলা/টিআর

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ময়মনসিংহ মহুয়া কমিউটার ট্রেন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর