গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রীর পরলোকগমন
স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১৯:০৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ২০:৩০
২৯ ডিসেম্বর ২০২৪ ১৯:০৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ২০:৩০
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় (৭০) পরলোকগমন করেছেন।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎরতা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার পুত্রবধূ ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী গণমাধ্যমেক তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ঝর্ণা রায়। মৃত্যুকালে স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
ঝর্ণা রায়ের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারাবাংলা/এজেড/পিটিএম