Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে আগুন: তদন্ত প্রতিবেদন সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ২০:১৩

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

ঢাকা: সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদন তৈরি করেছে সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) প্রতিবেদনটি সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান। গত বুধবার দিবাগত রাতে ওই ভবনে আগুন লাগার পর বৃহস্পতিবার এ কমিটি গঠন করে দেয় সরকার।

বিজ্ঞাপন

সচিবালয়ে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে তিন দিন সময় দেওয়া হয়েছে। কমিটি প্রাথমিক প্রতিবেদন দেবে আগামীকাল সোমবার। প্রতিবেদন হাতে পেলে তখন (আগুন লাগার কারণ) জানা যাবে।

উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন, ঘটনাটি (সচিবালয়ে আগুন) আমাদের সবার মধ্যে উদ্বেগ তৈরি করেছে। আমরা ভাবছি, এটি পরিকল্পিত হতে পারে, স্যাবোটাজও হতে পারে। সেটা যদি না-ও হয়, সচিবালয়ে এমন একটি ঘটনা আমাদের জন্য ভাবনার বিষয়। দীর্ঘ মেয়াদি কিছু সংস্কার প্রয়োজন। আশা করি তদন্ত শেষে আমরা বলতে পারব প্রকৃত ঘটনা কী ঘটেছিল।

এর আগে বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে রাত ১টা ৫৪ মিনিটে। ১৯টি ইউনিটের চেষ্টায় ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই ভবনটির ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে ছাই হয়।

সচিবালয়ের এ আগুন নাশকতা কি না, এমন প্রশ্ন ওঠে আগুন লাগার খবর জানাজানি হওয়ার পর থেকেই। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে সরাসরিই লিখেছেন, তার এই মন্ত্রণালয়ের গত ১৬ বছরের দুর্নীতি ও লুটপাটের তথ্য উন্মোচনে কাজ করছিলেন। সেসব তথ্যপ্রমাণ লোপাট করতে আগুন লাগানো হয়ে থাকতে পারে। প্রশাসনের একাধিক কর্মকর্তাও এমন আশঙ্কার কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/টিআর

উপদেষ্টা নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তদন্ত প্রতিবেদন সচিবালয়ে আগুন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর