Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বেড়াডোমা ব্রিজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১৬:১৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৩

টাঙ্গাইল শহরের বেড়াডোমা ব্রিজটি উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক

টাঙ্গাইল: অবশেষে আলোচিত টাঙ্গাইলের সেই অভিশপ্ত বেড়াডোমা ব্রিজটি উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ফলক উন্মোচন ও ফিতা কেটে অনুষ্ঠানিকভাবে টাঙ্গাইল শহরের বেড়াডোমা ব্রিজটি উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্রশাসক শিহাব রায়হান, স্থানীয় সরকার অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, টাঙ্গাইল পৌরসভার তৎকালীন নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী প্রমুখ।

জানা যায়, চার বছর আগেই কাজ শুরু হয় প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকার এই ব্রিজের। কিন্তু পৌরসভার নির্দেশ না মেনে আওয়ামীপহ্নি সাব ঠিকাদারদের নির্মাণ কাজ শুরুর ছয় মাসের মাথায়ই নির্মাণাধীন ব্রিজটি ডেবে যায়।

এ ঘটনায় পৌরসভার নির্বাহী প্রকৌকশলীসহ তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ব্রিজ ডেবে যাওয়ার ফলে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের সঙ্গে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে গত কয়েক বছর চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টাঙ্গাইল পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (টিপিআইআইপি) আওতায় এলজিইডির অর্থায়নে টাঙ্গাইল শহরের বেড়াডোমা এলাকায় লৌহজং নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

৪১.৭০ মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মাণে ব্রিকস অ্যান্ড ব্রিজেস লিমিটেড অ্যান্ড দ্য নির্মিতি (জেভি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। প্রায় তিন কোটি ৬০ লাখ ১৮ হাজার ৮৪১ টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালের ১২ নভেম্বর। বর্ধিত সময় অনুযায়ী কাজ সমাপ্তির কথা ছিল গত ৩১ অক্টোবর।

বিজ্ঞাপন

নির্মাণকাজ শুরু হওয়ার পর চারটি বিলের মাধ্যমে ঠিকাদারকে দুই কোটি ৮০ লাখ ৫৩ হাজার ৪৭৬ টাকা পরিশোধও করা হয়। এরই মধ্যে গত ১৬ জুন ডেবে যায় নির্মাণাধীন সেতুটি।

টাঙ্গাইল পৌরসভার তৎকালীন নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী জানান, মূলত ব্রীজ নির্মাণ কাজ বাস্তবায়ন করেন টাঙ্গাইল সদর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছানোয়ার হোসেনের বাহামভুক্ত কয়েকজন নামধারী ঠিকাদার। ব্রিজের পাইল এবাটমেন্টওয়ালসহ আনুষঙ্গিক কাজ যথাযথভাবে বাস্তবায়ন করা হলেও মূল স্ল্যাব ঢালাই কাজের আগে নদীর মধ্যে আড়াআড়ি বালির বাঁধ নির্মাণ করে তার উপর গজারি বল্লি স্থাপন করে সাটার নির্মাণের উদ্যোগ নেয় ঠিকাদাররা।

পৌরসভার পক্ষ থেকে তখনকার নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী ও প্রকল্প পরিচালক গজারির বল্লি অপসারণ করে সেখানে স্টিলের পাইপ প্রোলিং করে ঢালাইয়ের জন্য লিখিতভাবে নির্দেশ দেন। কিন্তু এ নির্দেশনা না মেনে ঠিকাদারের প্রতিনিধি আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে ঢালাইয়ের কাজ সম্পন্ন করে। ফলে ঢালাইয়ের ৩১ দিনের মাথায় পানির স্রোতে ব্রিজের নীচের মাটি সরে গিয়ে ব্রিজটি ডেবে যায়।

এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টস মিডিয়ায় ছড়িয়ে পড়লে টাঙ্গাইল তথা সারাদেশে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়।

এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় একাধিক তদন্ত কমিটি গঠন করে। এসব কমিটি আওয়ামী লীগের সংসদ সদস্য ছানোয়ার হোসেনের বাহামভুক্ত নামধারী ঠিকাদারদের অভিযুক্ত না করে দায় চাপায় নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী, সহকারী প্রকৌশলী রাজিব কুমার গুহ ও উপসহকারী প্রকৌশলী একেএম জিন্নাতুল হকের উপর। তাদেরকে সাময়িক বরখাস্তও করা হয়।

বিজ্ঞাপন

পরে ঠিকাদার নিজ অর্থায়নে ব্রিজের কাজ সম্পন্ন করার অঙ্গীকার করলে ২০২২ সালের ১৬ আগষ্ট পুনরায় নির্মাণ কাজ শুরু হয়। এতে নতুন করে সরকারের কোনো আর্থিক ক্ষতি হয়নি।

ব্রিজটি উদ্বোধনের পর টাঙ্গাইলে পশ্চিমাঞ্চলের সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হলো বলে মনে করেন তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

টাঙ্গাইল বেড়াডোমা ব্রিজ উদ্বোধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর