চবির শাটলে দুর্বৃত্তের হামলা, আহত ২ শিক্ষার্থী
২৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলের বগিতে দুর্বৃত্তদের হামলায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ষোলশহর থেকে ছেড়ে আসা সোয়া ১০টার শাটলের শেষের বগিতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোরসালিন আহাম্মেদ মিরাজ ও তানজিলা ।
জানা যায়, ষোল শহর থেকে ক্যাম্পাসের দিকে ছেড়ে আসা শাটলটির শেষ বগিতে ইংরেজি বিভাগের দুজন শিক্ষার্থী উঠেছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ওই বগিতে অতর্কিত হামলা করে। এ সময় তারা ওই বগিতে থাকা মোরসালিনের মুখের দুই পাশে ব্লেড দিয়ে আঘাত করে এবং বগিতে থাকা শিক্ষার্থী তানজিলা আক্তার ভয় পেয়ে ট্রেন থেকে লাফ দেওয়ার সময় মাথায় আঘাত প্রাপ্ত হন। বর্তমানে আহত শিক্ষার্থীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে জানতে চাইলে চবি প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সারাবাংলাকে বলেন, ‘দুইজন শিক্ষার্থী বাড়ি থেকে ক্যাম্পাসে ফেরার সময় ছিনতাইকারীরা তাদের টার্গেট করে। তারপর ছিনতাইয়ের উদ্দেশ্যে তাদের ওপর হামলা করা হয়। ছিনতাইকারীদের দ্বারা দুইজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেল কর্তৃপক্ষের নিরাপত্তার অবহেলার কারণেই এরকম হামলার ঘটনা ঘটেছে। আমরা ষোলশহর স্টেশনের ইনচার্জকে বিষয়টি অবহিত করেছি।’
সারাবাংলা/এমআর/এমপি