বিশ্বজুড়ে যুদ্ধের বলি রেকর্ডসংখ্যক শিশু
২৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৩২
২০২৪ সালে গাজা, ইউক্রেনসহ সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে রেকর্ডসংখ্যক শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। তাদের মতে, হাজার হাজার শিশু প্রাণ হারিয়েছে, অপুষ্টিতে ভুগছে, স্কুল থেকে বঞ্চিত হয়েছে এবং জরুরি স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হচ্ছে।
শনিবার (২৮ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, ২০২৪ সাল শিশুদের জন্য সবচেয়ে ভয়াবহ বছর হিসেবে বিবেচিত হতে পারে। সংস্থাটির পরিসংখ্যান অনুসারে, বিশ্বজুড়ে ৪৭৩ মিলিয়নের বেশি শিশু যুদ্ধবিধ্বস্ত এলাকায় বাস করছে, যা প্রতি ছয় শিশুর মধ্যে একজন।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিনা রাসেল বলেন, ‘এই বছর ইউনিসেফের ইতিহাসে শিশুদের জন্য সবচেয়ে কঠিন সময় হয়ে উঠেছে। এত সংখ্যক শিশু আগে কখনো ক্ষতিগ্রস্ত হয়নি।’
গাজা, ইউক্রেন, হাইতি, এবং দক্ষিণ সুদানের মতো সংঘাতপূর্ণ অঞ্চলের শিশুরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার। ইউক্রেনে চলতি বছরের প্রথম নয় মাসে শিশু হতাহতের সংখ্যা ২০২৩ সালের পুরো বছরের তুলনায় বেশি। হাইতিতে শিশুদের উপর যৌন সহিংসতার ঘটনা ২০২৪ সালে এক হাজার শতাংশ বেড়েছে। দক্ষিণ সুদানে সংঘাতের কারণে লাখ লাখ শিশু বছরের পর বছর স্কুলে যেতে পারছে না।
রাসেল আরও বলেন, ‘যুদ্ধকবলিত অঞ্চলে প্রতিদিন শিশুদের শৈশব কেড়ে নেওয়া হচ্ছে। তারা হত্যা, ক্ষুধা, এবং সহিংসতার শিকার হচ্ছে। এই পরিস্থিতি তাদের ভবিষ্যৎকেও অন্ধকার করে দিচ্ছে।’
ইউনিসেফ বৈশ্বিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে, যুদ্ধ এবং সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে। সংস্থাটি সতর্ক করেছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম চরম ঝুঁকিতে পড়বে।
সারাবাংলা/এনজে