Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের টিকেট না পেয়ে বিসিবিতে দর্শকদের বিক্ষোভ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪:০৭

বিসিবির দুই নম্বর গেটের সামনে টিকেট প্রত্যাশীদের ভিড়

রাত পোহালেই শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশতম আসর। কিন্তু আজ (রবিবার) সকাল থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সামনে ভিড় জমানো শতাধিক মানুষ জানতেনই না কোথায় পাওয়া যাবে বিপিএলের ম্যাচ টিকেট। স্টেডিয়ামের এক নম্বর গেইটের সামনে ক্ষোভে ফেটে পড়েন তারা, তাদের কাছ থেকে শোনা যায় ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগানও। পুলিশ ও আনসারদের সাথে চলে টিকিট প্রত্যাশীদের ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সদস্যরা মিলে তাদের সরিয়ে দেন সেখান থেকে। 

বিজ্ঞাপন

বিপিএলের এবারের আসরকে ঘিরে সাজ সাজ রব মিরপুরসহ বাকি দুই ভেন্যু চট্টগ্রাম এবং সিলেটে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টকে জমজমাট করতে আয়োজনের কমতি নেই বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের। কিন্তু টুর্নামেন্টের একদিন আগেও টিকেট প্রাপ্তির ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি বিসিবি।  অনলাইনে নাকি অফলাইনে পাওয়া যাবে ম্যাচ টিকেট। বুথ থাকলেও সেখানে ছিলেন না কোনো বিক্রয় প্রতিনিধি। সব মিলিয়ে আনুষ্ঠানিকভাবে প্রাপ্তিস্থানের সাথে তখনও জানানো হয়নি টিকেটের মূল্য। 

বিজ্ঞাপন

এই অনিশ্চয়তায় থেকেই ক্ষোভে ফেটে পড়েন বিপিএলের টিকেট প্রত্যাশী দর্শকরা। সরেজমিনে তাদের সাথে কথা বলে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্য না থাকার পরেও অনেকেই ভোরে এসেছিলেন টিকেটের জন্য। একাডেমি ভবনের বাইরে টিকেট কাউন্টারের সামনে ভিড় জমান তারা। কাউন্টারে কোনো প্রতিনিধি না থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর চড়াও হন দর্শকরা। তারা বিক্ষুব্ধ হয়ে চলে যান মিরপুর স্টেডিয়ামের দুই নম্বর গেটে। 

মূল গেইটের সামনে দর্শকরা তখন বিক্ষোভ শুরু করলে পরিস্থতি সামাল দিতে গেট বন্ধ করে দেন নিরাপত্তাকর্মীরা। ভেতরে তাদের সাথে অবস্থান নেন পুলিশ সদস্যরাও। কিন্তু সেই বাধা না মেনে দর্শকরা সবাই মিলে এক পর্যায়ে ধাক্কা দিয়ে গেট খুলে ভেতরে ঢুকে যান। পুলিশ ধাওয়ার মুখে অবশ্য গেট ছেড়ে চলে যেতে বাধ্য হন তারা। বাইরে থাকা দর্শকরা আবার পাল্টা ঢুকতে চেষ্টা করেন ভেতরে। কিন্তু ভেতর থেকে গেট একটি লোহার দন্ড দিয়ে আড়াআড়ি আটকে দেয়া হলে তার আর ঢুকতে পারেননি।

অবস্থা সামাল দিয়ে হিমশিম খাওয়া বিসিবি পৌনে ১২টার দিকে টিকেট বিক্রি নিয়ে বিবৃতি দেয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়, বিসিবি নিজ দায়িত্বে অনলাইনে টিকেট বিক্রি করবে। টিকেট পাওয়া যাবে (www.gobcbticket.com.bd) সাইটে। এ ছাড়া মধুমতি ব্যাংকের নির্ধারিত সাতটি ব্র্যাঞ্চ থেকে সংগ্রহ করা যাবে টিকেট। টিকেটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা, সর্বনিম্ন ২০০ টাকা।

সারাবাংলা/জেটি

বিপিএল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর