হাল না ছাড়ার প্রত্যয় গার্দিওলার
২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪
নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় পার করছেন তিনি। গত দুই মাসে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ১৩ ম্যাচে জয়ের দেখা পেয়েছেন মাত্র একটিতে! ছন্নছাড়া সিটিজেনদের বছরটাও শেষভাগটাও কাটছে বাজেভাবেই। এভারটনের বিপক্ষে ড্রয়ের পর পেপ বলছেন, অবস্থা যত করুণই হোক, হাল ছাড়তে রাজি না তিনি।
অক্টোবরে টটেনহামের কাছে কারাবাও কাপের শেষ ১৬তে হার দিয়ে শুরু। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ দুই টুর্নামেন্টেই নিজেদের হারিয়ে খুঁজেছে সিটিজেনরা। মাঝে এক ম্যাচে জয় পেলেও আবার হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে সিটি। বক্সিং ডের ম্যাচে এভারটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সিটি। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ৭ম স্থানে আছেন তারা। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগে তাদের অবস্থান ২২তম স্থানে, শঙ্কা জেগেছে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের।
এমন চরম প্রতিকূল পরিস্থিতিতেও হাল ছাড়তে রাজি নন গার্দিওলা, ‘আমি হাল ছাড়ছি না। যে পরিস্থিতিতেই আছি সেখানে থেকেই লড়াইটা চালিয়ে যেতে চাই। আমরা জয় চাই, সবাই জয় চায়। আমি আমার সমর্থক, ক্লাবকে হতাশ করতে চাই না। যারা ক্লাবকে ভালোবাসে তাদের জন্য ভালো কিছুই করতে চাই।’
গার্দিওলা বলছেন, এখনকার বাজে ফর্মই বলে দেয় গত কয়েক মৌসুমে সিটি কত ভালো খেলেছে, ‘এখন সবাই আমাদের দুর্দান্ত অতীতকে স্মরণ করছে। এটা বাস্তব। এখনকার অবস্থা আবার প্রমাণ করে আমরা গত কয়েক মৌসুমে কতোটা ভালো খেলেছি। ইনজুরির কারণে আমাদের ধারাবাহিকতাটা হারিয়ে গেছে। ৭-৮জন গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারিয়েছি আমরা। তবে যারাই স্কোয়াডে আছে সবাই উজ্জীবিত। আমরা ভালো খেললেও ফলাফলটা পক্ষে যাচ্ছে না।’
বছরের শেষ ম্যাচে প্রিমিয়র লিগে আজ লেস্টার সিটির মুখোমুখি হবে সিটি।
সারাবাংলা/এফএম