Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলি হামলায় ৩৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪ ১১:১৪ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৪২

গাজায় একদিনেই অন্তত ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

গাজায় একদিনেই অন্তত ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে অধিকাংশই অবরুদ্ধ উত্তর গাজার বাসিন্দা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) কামাল আদওয়ান হাসপাতালের কাছে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামাসকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর ফলে উত্তর গাজার এই সর্বশেষ হাসপাতালের কার্যক্রমও বন্ধ হয়ে গেল। ইতোমধ্যে ক্রমাগত হামলার কারণে এখানকার সব হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের সময় অনেক রোগী এবং চিকিৎসা কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। আটকদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া।

সামাজিক মাধ্যমে এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে।

ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে, অক্টোবরে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় বিস্তৃত অভিযান শুরু করার পর থেকে হাসপাতালটি হামাসের মূল ঘাঁটিতে পরিণত হয়েছে এবং সেখানে হামাসের কার্যক্রম চলছিল। এমন অভিযোগ এনেই সেখানে বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

সারাবাংলা/এসডব্লিউ

ইসরায়েল গাঁজা হামলায় নিহত