Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুততম ২০০ উইকেটে বুমরাহর ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪ ১১:১৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১১:২৯

টেস্টে ২০০ উইকেট শিকার বুমরাহর

পুরো সিরিজজুড়েই দুর্দান্ত ফর্মে আছেন তিনি। জাসপ্রীত বুমরাহতে ভর করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো লড়ে যাচ্ছে ভারত। মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে এসে আরেকটি কীর্তি গড়লেন বুমরাহ। চতুর্থ দিনের সকালে বিধ্বংসী বোলিংয়ে অজিদের টপ অর্ডার গুড়িয়ে দেওয়ার সময় টেস্টে নিজের ২০০তম উইকেট শিকার করেছেন বুমরাহ। টেস্টে ভারতের হয়ে তিনিই এখন দ্রুততম ২০০ উইকেট তুলে নেওয়া বোলার।

অজি ইনিংসের প্রথম ধাক্কাটা দেন বুমরাহই। কনস্টাসকে দারুণ এক ডেলিভারিতে ফেরান তিনি। ট্রাভিস হেডকে ফিরিয়ে টেস্টে নিজের ২০০ উইকেট পূর্ণ করেন তিনি। এরপর বুমরাহ নিয়েছেন আরও দুটি উইকেট। আর এই মাইলফলক ছুঁয়ে নতুন রেকর্ডও গড়েছেন তিনি। ভারতের হয়ে দ্রুততম সময়ে টেস্টে ২০০ উইকেটের দেখা পেলেন বুমরাহ।

বিজ্ঞাপন

বুমরাহ ছাড়িয়ে গেছেন ৯৮৯৬ বলে ২০০ উইকেট ছোঁয়া সতীর্থ মোহাম্মদ শামিকে। ১০২৪৮ বলে ২০০ উইকেট পেয়েছিলেন অশ্বিন। ১১০৬৬ বলে টেস্টে ২০০ উইকেট পেয়েছেন কপিল দেব। ১১৯৮৯ বলে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন জাদেজা।

বলের হিসেবে টেস্ট ক্রিকেটে এটি চতুর্থ দ্রুততম ২০০ উইকেট শিকার। বুমরাহ ২০০ উইকেট পেয়েছেন ৮৪৮৪ বলে। ৭৭২৫ বলে ২০০ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে আছেন পাকিস্তানের ওয়াকার ইউনুস। ৭৮৪৮ বলে ২০০ উইকেট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। ৮১৫৪ বলে এই মাইলফলক ছুঁয়ে বুমরাহর উপরে আছেন আফ্রিকার কাগিসো রাবাদা।

গড়ের দিক দিয়ে আবার সবার উপরে বুমরাহ। টেস্ট ইতিহাসে এই প্রথম ২০ এর নিচে বোলিং গড় রেখে ২০০ উইকেট ছুঁয়েছেন কোনো বোলার। নিজের ৪৪ তম টেস্টে এসে ১৯.৫৬ গড়ে ২০০ উইকেটের কীর্তি গড়লেন বুমরাহ। এর আগের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের জোয়েল গার্নারের, ২০০ উইকেট নেওয়ার সময় তার গড় ছিল ২০.৩৪। এর পরেই আছেন দক্ষিণ আফ্রিকার শন পোলক, ২০০ উইকেট পাওয়ার ম্যাচে তার গড় ছিল ২০.৩৯।

বিজ্ঞাপন

টেস্টে ইতিহাসে সবচেয়ে কম রান দিয়ে ২০০ উইকেট পাওয়ার নতুন রেকর্ডও গড়েছেন বুমরাহ। ২০০ উইকেট নেওয়া পর্যন্ত টেস্টে তিনি দিয়েছেন ৩৯১২ রান। বুমরাহ পেছনে ফেলেছেন জোয়েল গার্নারকে, তিনি দিয়েছিলেন ৪০৬৭ রান। ৪০৭৭ রান দিয়ে ২০০ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন শন পোলক।

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া জাসপ্রীত বুমরাহ ভারত মেলবোর্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর